কার্মু ও ধার্মু দুই ভাই। খুব কষ্টে কাটছে তাদের জীবন। একদিন ভাগ্যের দেবতা স্বপ্নে দেখা দেন। ওদের কষ্ট দূর হয়। ভালোই চলছিল। কিন্তু হঠাৎ একদিন কার্মু এক কা- করে বসে। ব্যস! আবার পথে বসে যায়, দুই ভাই। ভাগ্য ফেরাতে যেতে হবে বহু দূরের পথ চন্দন পাহাড়ের জঙ্গলে। দুর্গম আর দুঃসাধ্য সে যাত্রা। অবশেষে কি তারা পৌঁছতে পারল চন্দন পাহাড়ের জঙ্গলে? ভাগ্য ফিরল ওদের?