ব্যঙ্গ রসাত্মক সত্য বচনে ভরপুর কবি আসাদুজ্জামান জুয়েল এর সাহসী উচ্চারণে উদ্ভাসিত কাব্যগ্রন্থ ছন্দের হুল। গ্রন্থটি বহুমাত্রিক বিষয়াবলী নিয়ে লেখা ছড়া কবিতা দিয়ে সাজানো হয়েছে। প্রতিটি লেখায় কবি তার স্বকীয় চিন্তা চেতনার সঙ্গে কঠিন বাস্তবতাকে কোথাও ব্যঙ্গাত্মক কোথাওবা রসালো ভাবধারায় ফুটিয়ে তুলেছেন।
কবি আসাদুজ্জামান জুয়েল গুরুত্বপূর্ণ যে কাজটি করেছেন তা হলো তিনি চোখে আঙুল দিয়ে আমাদের চারপাশের দৈনন্দিন ঘটে যাওয়া নানা অসঙ্গতি অন্যায়, অবিচার, তেলেসমাতি, তোষণ, দুর্নীতিকে সুনিপুনভাবে চিত্রিত করেছেন।
এটা করতে গিয়ে তিনি ভাব, ভাষা, ছন্দের ফ্রেম থেকে বেরিয়ে এসে নিজের মত করে যা কিছু বর্জনীয় তার বিরুদ্ধে প্রতিনিধিত্ব। করেছেন। তার লেখায় আঞ্চলিক ভাষার যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায়।
ভাষা ব্যবহারে তিনি আধুনিকতার সঙ্গে আঞ্চলিকতার সংমিশ্রণ ঘটিয়ে নূতন আমেজ সৃষ্টি করেছেন। কারো তোয়াক্কা না করে কবি আসাদুজ্জামান জুয়েল সাদাকে সাদা ও কালোকে কালো বলেছেন সাহসিকতার সাথে।
ভিন্ন স্বাদের ফোক মিশ্রিত কাব্যগ্রন্থটির ত্রুটি বিচ্যুতি বাদে একটি অনন্য সাহিত্য কর্ম হিসেবে পাঠক সমাদৃত হবে বলে বিশ্বাস করি।