চমকিয়া একজন বিস্ময় বালিকা। সবাইকে তার কাজে চমকে দেয়, তাই তার এই নাম। বারো কি তেরো বছর বয়স তার, এই বয়সেই বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধিমতী এবং সর্বোচ্চ আইকিউ-ধারী মানুষদের একজন সে। পৃথিবীকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত বিজ্ঞানীদের গোপন সংগঠন ভক্স তাই সাহায্য চায় চমকিয়ার, দেশ-বিদেশের বিভিন্ন রহস্য সমাধান করে পৃথিবীকে বাঁচিয়ে তোলে চমকিয়া। কিন্তু কীভাবে? চমকিয়া একজন বিস্ময় বালিকা। সবাইকে তার কাজে চমকে দেয়, তাই তার এই নাম। বারো কি তেরো বছর বয়স তার, এই বয়সেই বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধিমতী এবং সর্বোচ্চ আইকিউ-ধারী মানুষদের একজন সে। পৃথিবীকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত বিজ্ঞানীদের গোপন সংগঠন ভক্স তাই সাহায্য চায় চমকিয়ার, দেশ-বিদেশের বিভিন্ন রহস্য সমাধান করে পৃথিবীকে বাঁচিয়ে তোলে চমকিয়া। কিন্তু কীভাবে?
শুভাশীষ রায়
শুভাশীষ রায় চেভেনিং স্কলারশিপ নিয়ে ইউকে-এর ইউনিভার্সিটি অফ এক্সেটার থেকে সৃজনশীলতা ও উদ্ভাবনা নিয়ে স্নাতকোত্তর (উইথ ডিস্টিংশন) করেছেন। পেয়েছেন সম্মানজনক ডিন্স এ্যাওয়ার্ডস সৃজনশীলতা নিয়ে লিখেছেন বাংলায় প্রথম ক্রিয়েটিভ জার্নাল ‘যা ইচ্ছা তাই’। সৃজনশীলতা হল তার জীবনের ধ্যান-জ্ঞান এবার তিনি লিখলেন তাঁর ছেলের সাথে গল্পের ছলে কল্পনার জগতের কিছু মজার ভূতের গল্প। কর্মজীবনে তিনি একজন সফল মার্কেটিং প্রফেশনাল, বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের একটি প্রথম সারির ইংরেজি পত্রিকার ডিজিটাল বিজনেজের।