প্রথম যখন এই বইটির পরিকল্পনা করেছিলাম তখন এ কথা জানতাম যে বইটি হওয়া খুব জরুরি। বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকার বাইরের অন্য জেলা শহরগুলােতে এর প্রয়ােজন সর্বাধিক। চলচ্চিত্র সংসদ আন্দোলনের একজন কর্মী হিসেবে জানি চলচ্চিত্র বিষয়ে উৎসাহী তরুণদের জন্য এই বইটি কতটা প্রয়ােজনীয় হতে পারে। চলচ্চিত্র দেখার মতাে সাধারণ বিষয়ে একটু ভাবতে উৎসাহিত করার উদ্দেশ্যে এই বইটির পরিকল্পনা করেছিলাম। পরিকল্পনার আরও একটি কারণ অবশ্য ছিল। তা হলাে চলচ্চিত্র বিষয়ে পড়তে, জানতে আগ্রহী তরুণদের হাতে তুলে দেওয়ার জন্য চট করে মনে পড়ে এমন কোনাে সহজ এবং কার্যকর বই আমাদের নেই। এই বইয়ের পরিকল্পনা করেছিলাম সেই অভাব পূরণের চিন্তায়। ২০১২ সালে মুভিয়ানা ফিল্ম সােসাইটি থেকে প্রথম যখন পেপারব্যাক আকারে এই বইটি প্রকাশিত হয় তখন অনেকেই আমাদের কাজের খুব প্রশংসা করেছিলেন। বইটিকে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের মতাে প্রাথমিক পর্যায়ের চলচ্চিত্র আস্বাদনের পাঠ সহায়ক গ্রন্থ হিসেবে সবাই বিবেচনা করেছেন। ফলে বইটি সহজেই সবার হাতে হাতে পৌছে গিয়েছিল। আমাদের সেই সময়ের মুদ্রণ শেষ হয়ে যাওয়ার পর বইটি নিয়ে দ্বিতীয়বারের মতাে মুদ্রণে যাওয়া যাচ্ছিল না। দ্বিতীয় মুদ্রণে যেতে না পারার প্রধান কারণ ছিল অর্থনৈতিক। এভাবে ৬ বছর পার হলাে!
৬ বছর পরে গত বছর প্রিয়জন জসিম উদ্দিন ভাই বইটির নতুন মুদ্রণে যেতে উৎসাহ দিলেন। জসিম ভাই বাংলাদেশের প্রকাশনা সংস্থা কথাপ্রকাশ-এর কর্ণধার।
বেলায়েত হোসেন মামুন
জন্ম ঢাকায়। বসবাস ও বেড়ে ওঠা ঢাকাতেই। পড়েছেন দর্শনশাস্ত্রে । কবিতা লেখা ও দেশের রাজনৈতিক গতিবিধি পাঠ করা প্রিয় শখ। সাংবাদিকতায় যুক্ত ছিলেন। এখন অডিও-ভিজুয়াল নির্মাণ প্রতিষ্ঠান আখড়ার কর্ণধার। চলচিত্র-সংস্কৃতি এবং চলচ্চিত্র সংসদ আন্দোলন বিষয়ক গবেষণা ও লেখালেখির পাশাপাশি সম্পাদনা করেন অনিয়মিত দুটি চলচ্চিত্রের কাগজ মুভিয়ানা এবং চিত্ররূপ। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে চলচ্চিত্র বিষয়ক সংকলনগ্রন্থ চলচ্চিত্রপাঠ।
বাংলাদেশের অন্যতম সক্রিয় চলচ্চিত্র সংগঠন মুভিয়ানা ফিল্ম সােসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সভাপতি। বর্তমানে ফেডারেশন অব ফিল্ম সােসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) এর সাধারণ সম্পাদক।
চলচ্চিত্র শিক্ষা বিষয়ে উৎসাহী এবং দেশে চলচ্চিত্র শিক্ষা কার্যক্রম প্রসারে কাজ করছেন। গত দশ বছরে দেশে আয়ােজক, সমন্বয়ক, পরিকল্পক ও পরিচালক হিসেবে দায়িত্বপালন করেছেন অনেক ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, চিত্রনাট্য রচনা কর্মশালা, চলচ্চিত্র পাঠচক্র এবং চলচ্চিত্র নির্মাণ কর্মশালার । ভিন্ন আঙ্গিক ও ভাবনার চলচ্চিত্রের তৎপরতা নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব এর পরিকল্পক ও উৎসব পরিচালক।
২০১১ সালে পােশাক শ্রমিক আন্দোলন নিয়ে নির্মাণ করেছেন তাঁর প্রথম প্রামাণ্যচলচ্চিত্র অনিবার্য। ২০১২ সালে যৌথভাবে নির্মাণ করেন চলচ্চিত্রকার বাদল রহমানের জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র পথিকৃৎ।