আমাদের জীবনটা অনেক অদ্ভুত। এই অদ্ভুত জীবনে কত রকমের নিতিবাচকতা, ভুল বোঝাবুঝি, ব্যর্থতা আর হতাশা। আবার কখনো কখনো কত হাসাহাসি, অনন্দ, আত্মবিশ্বাস, সাহস আর উদ্দম। আমাদের অনুভূতির শেষ নেই, আমাদের মনের ভাষারও অক্ষরের সীমা কত সেটা জানা নেই। কিন্তু কোথায় গিয়ে যেন আমরা সবাই আটকে যাই। কোথায় গিয়ে যেন আমরা নিজেদের খুজে পাই না, কোথায় গিয়ে যেন আমরা হারিয়ে যাই। আমরা বাঁচি ঠিকই কিন্তু বাঁচতে জানি না। তাই আমি এই বই তে আপনাকে সব কিছুই নিয়েই বলবো। পেজ উল্টাতে উল্টাতে কিছু যায়গায় গিয়ে শিখবেন, কিছু যায়গায় গিয়ে হাসবেন আর কিছু যায়গায় গিয়ে মন খারাপও করবেন। কারণ আমি মন থেকে আপনাকে লিখেছি।