শ্রাবণ মাসের তিন-তিনটি সপ্তাহ পার হয়ে গেলেও এবারের আকাশে মেঘের ঘনঘটা তেমন নেই। জ্যৈষ্ঠ মাসের গরম পিছু ছাড়ছে না যেন। অবারিত নীলাকাশ। পেঁজা তুলার মতো নরম আর হাঁসের পালকের মতো সাদা রঙের ইতস্তত কিছু মেঘ। সেগুলো পুব আকাশে দাঁড়িয়ে আছে নিথর হয়ে। হাওয়া নেই। সরকার ঘণ্টাভিত্তিক লোডশেডিং চালু করেছে। ঢাকার এই দিকে নির্দিষ্ট দুই ঘণ্টার লোডশেডিং থাকার কথা থাকলেও কয়েক দিন ধরে সেই নিয়ম মানা হচ্ছে না। যখন তখন চলে যাচ্ছে। ভ্যাপসা গরমে সেদ্ধ হবার অবস্থা। বিল্ডিংয়ের মালিক জেনারেটর চালু রাখতে বলেছেন দিনে এক ঘণ্টা। আইপিএসটা কেনা দরকার ছিল। হাতে টাকা নেই। দুই মাসের ভাড়া বাকি রয়ে গেছে। বাড়িওয়ালা গতকাল এসে নোটিশ দিয়ে গেছেন।