‘চোখ’ -বইয়ের ফ্ল্যাপের কিছু কথাঃ "চোখ” কি সেই লগ্নভ্রষ্টা মেয়ে কমলার কাহিনী, সাতপাকের ঠিক আগেই মুহূর্তে যার বরণ-করা বর গুলি খেয়ে লুটিয়ে পড়েছিল বিয়ের আসরে, আর সেই খুনের রক্তে আঙুল ডুবিয়ে যে এঁকে নিয়েছিল সিঁথিতে রক্তিম-চিহ্ন? ‘চোখ’ কি সেই অসহায় বকুলের উপাখ্যান, স্বামীর চোখে যে কেবলই দেখত ভয়ংকর এক দৃষ্টি, আবার খুন-হবার ভয়ে স্বামীকে ছেড়ে গিয়েও যার একতিল শান্তিও ছিলনা? ‘চোখ’ কি সেই বিচিত্র জানকীর গল্প, মৃত মরদের খুনীকে একলা ঘরে পেয়েও যে কিনা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে টুটি চিপে ধরল ন, উল্টে অজানা জলে ভাসিয়ে দিল দু-চোখ? ’চোখ’ কি যীশু বিশ্বাস নামে সেই অদ্ভুত মানুষের জীবনাখ্যান, যার চোখের দিকে তাকিয়ে কেন যে শিউরেওঠে সবাই, সে নিজেও জানত না? ‘চোখ’ এদের এবং আরও অনেকের কাহিনী। এক আশ্চর্য চাহনিকে কেন্দ্র করে তীব্র কৌতূহলকর এক উপন্যাস ‘চোখ’, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শক্তিশালী কলমে অনবদ্য এক উপহার।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
শীর্ষেন্দু মুখোপাধ্যায় (জন্ম: ২ নভেম্বর ১৯৩৫) একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প লিখে থাকেন। ময়মনসিংহে জন্মগ্রহণকারী শীর্ষেন্দু ১৯৫৯ সালে দেশ পত্রিকায় তার প্রথম গল্প *জলতরঙ্গ* প্রকাশ করেন। সাত বছর পর একই পত্রিকার পূজাবার্ষিকীতে তার প্রথম উপন্যাস *ঘুণ পোকা* প্রকাশিত হয়। শিশুদের জন্য লেখা তার প্রথম উপন্যাস ছিল *মনোজদের অদ্ভুত বাড়ি*, এবং তার সৃষ্ট অন্যতম জনপ্রিয় চরিত্র হলো শবর দাশগুপ্ত।