প্রগতি, প্রযুক্তি, ইন্টারনেট, স্যাটালাইল ও আধুনিক নানান মাধ্যমে মানুষ বর্তমান এই জ্ঞান-বিজ্ঞানের উৎকৃষ্টের যুগে উপনীত হয়েছে। কিন্তু ভালোমন্দের বিবেচনায় কিছু মানুষ এগুলোর সঠিক ব্যবহার করতে পারেনি। এবং ভায়ানক এক রোগে আক্রান্ত হয়ে পড়েছে। আর তা হল কুদৃষ্টি। এটা বর্তমানে মহামারী আকার ধারণ করেছে, রোগী নিজেও জানে না যে, সে এই রোগে আক্রান্ত। কুদৃষ্টি শয়তানের তীর সমূহ থেকে একটি তীর। অর্থাৎ, শয়তান এই তীর দিয়ে আক্রমনের সহজ পথ খুঁজে পায়। ফলে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে খুব দ্রুত।
পীর যুলফিকার আলী নকশে বন্দী দামাত বারকাতুহুমের এবং ফকীহুন নাফস আল্লামা আশরাফ আলী থানভী রহ.-এর বর্ণনাকৃত কৌশলগুলো আমাদের কুদৃষ্টি থেকে বাঁচাতে সহযোগিতা করবে। ইনশাআল্লাহ।