সুশান্তপুর গ্রাম আর সুশান্ত থাকছে না। মুক্তিযুদ্ধের যে আগুন দেশজুড়ে জ্বলছে, তার আঁচ এসে লাগছে এই অজপাড়াগাঁয়েও। গ্রামের চেয়ারম্যান ইলেকশনে নানা কারসাজি করে জেতা আনোয়ার চেয়ারম্যানের বাড়িতে পাকিস্তানি সরকারের দালালদের আনাগোনা বাড়ছে। সে খবর ছড়াচ্ছে এলাকায়। কিন্তু যুদ্ধ-পরিস্থিতিতে কখন কী হয়, এই উৎকণ্ঠায় সময় কাটছে সবার।
গেরিলা ক্যাম্পে ট্রেনিং চলছে মুক্তিযোদ্ধাদের। সেখানে রফিক, জসিম, হরলালসহ আরো অনেকেই ট্রেনিং নিচ্ছে। তাদের চোখে-মুখে বাংলাদেশ স্বাধীন করার দৃঢ় প্রত্যয়। রফিকের দুনয়নে দেশপ্রেমের আগুন মূর্তি প্রজ্জ্বলিত।
অন্যদিকে সুশান্তপুরে জুলেখার দুচোখ ভরা প্রেম শুধু রফিকের জন্য। স্বামীর সদ্য আদরের আঁচ রয়ে গেছে তার অঙ্গে অঙ্গে। সোয়ামীকে তাই কিছুতেই ভুলতে পারছে না সে। তার দোয়া একটাই, তার স্বামীর স্বপ্ন পূরণ হোক। বাংলাদেশ স্বাধীন হোক।