মানুষ শান্তি চায়, ভালোভাবে বাঁচতে চায়। সেই আশায় জীবনে নানারকম কাজ খুঁজে নেয়, কৌশল অবলম্বন করে। তবে কিছু মানুষ ভালো পথ ছেড়ে ছলচাতুরীর আশ্রয় নেয়, যা একেবারেই ঠিক নয়। তারা শান্তি খুঁজতে গিয়ে অশান্তিতে ঢুবে যায়, অথচ সেটি সহজে বুঝতে পারে না। আর যখন বুঝতে পারে, তখন ফেরার পথ সহজ থাকে না। ছদ্মবেশীরা দিন শেষে শান্তিতে থাকতে পারে না, সে কথাই কবি তাঁর কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
.
বর্তমান ডিজিটাল যুগে যুবসমাজের নৈতিক পতন দেখে কবি হৃদয় কাঁদে। চারপাশে ঘুর ঘুর করা ছদ্মবেশী মানুষদের তিনি দেখলেই চিনতে পারেন। আর চিনতে পারেন বলেই তাঁর এত চিন্তা। তিনি ভাবেন— যদি নীল আকাশের বিশালতার মতো সবাই হৃদয় খুলে একে অপরকে ভালোবাসত, তাহলে পৃথিবীটা কতই না সুন্দর হতো।
.
কবি সুন্দর একটি পৃথিবীর স্বপ্ন দেখেন। যেখানে কেউ কাউকে বিপদে ফেলবে না, একজনের কষ্টে অন্যজনের হৃদয়ে রক্তক্ষরণ হবে। তিনি কবিতার মাধ্যমে আহ্বান করেছেন, ছদ্মবেশ রূপ পরিহার করে দ্বীনের পথে ফিরতে, সুন্দর পৃথিবী গড়তে। এই বইয়ের কবিতাগুলো পড়লে আপনি চারপাশের ছদ্মবেশী মানুষগুলো থেকে সাবধানে থাকতে পারবেন। সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখতে সাহস করবেন বলে আমি মনে করি।