লেখক গ্রামবাংলার শাশ্বত দিকটি চিত্রময় করে উপস্থাপন করেছেন। তিনি গ্রামের প্রকৃতি, মানুষ, মানুষের বিচিত্র চরিত্র, তাদের অভাব-অনটন, দুঃখ-বেদনা, প্রাপ্তি-অপ্রাপ্তির এক মিশ্র অনুভূমির কথা অবিকৃতভাবে তুলে ধরেছেন আমাদের কাছে। পাঠকমাত্রই আপন পরিক্রমায় আবর্তিত হবেন নিঃসংকোচে। বইটি লোক-সংস্কৃতির ছাত্র-ছাত্রীদের উপযোগী করে লেখা।