বিপন্নপ্রায় পরিবার ও নানান অসঙ্গতিপূর্ণ স্বামী-স্ত্রীর প্রতি এই চিরকুট। সাংসারিক নানান টানাপোড়েনের ভাঁজে আমাদের অনুভূতিগলো ফিকে হয়ে ধীরে ধীরে সম্পর্কের বাঁধনে চিড় ধরে। অযত্নে-অবহেলায় সেই চিড় িএকসময় ক্যান্সারের রূপ ধরণ করে। অতঃপর কিছু তাজা প্রাণের করুণ আর্তনাদে ভারেী হয় বসন্তের আকাশ। আঁধারে ঢেকে যায় আমাদের চারপাশ।
সেই নিকষকালো আঁধার ফুঁড়ে ধরনীকে দীপ্ত বিভার উজ্জলতা এন দিতেই চিরকুট বইটি রচিত।একে স্বামী-স্তীর প্রতি একটি স্মারকলিপিও বলতে পারেন। জগতের পরিবারগুলো সুখে থাকুক, সুখে থাকুক রূহ ওষ্ঠাগতপ্রায় জীবনগুলো।