বাংলায় ননসেন্স রাইমের এক নম্বর নামটি মহামান্য সুকুমার রায়ের। জায়েদের লেখায় দেখেছি, সেন্স অতি তীব্র। এই লেখাগুলোকে গতানুগতিক ছড়া বলতে আমি অপারগ। উদ্ভিদজগতের প্রতি অসামান্য অনুরাগ, প্রকৃতির প্রতি অতীব উৎসুক, ঝুঁকে থাকা এই কবি দীর্ঘকাল জাদুঘরে কিউরেটর হিশেবে কাজ করার ফলে ঋদ্ধ এক ভিন্ন মনন আর সংবেদনশীলতার অধিকারী। তাঁরই মানসজগতের এক অপূর্ব প্রতিফলন এই লেখাগুলোতে আমরা দেখতে পাই— সমাজ সচেতনতার অন্তরঙ্গ প্রকাশও যেখানে দৃশ্যমান। তার কবিস্বভাবও এতে যুক্ত করেছে কিছু নতুন মাত্রা।