অবশ্যই, আজকের পরিবর্তিত দুনিয়ার প্রেক্ষাপটে লিখতে হলে, লেখাগুলি অন্তর্বয়ানে, নিশ্চয় ইতস্তত ঘাট বা লয় পরিবর্তন ঘটত। কিন্তু, সে কারণে মূলউৎসারে, কোনো অবচেতন বিপ্লব সংঘটনের হেতু বা সম্ভাবনা গোচরে নেই। বরং, পাঠক ইচ্ছে সাধ্য ও সাধনা মতো নিজের মতো করে উপসংহার বা দিক পরিবর্তন, সম্ভব করে নেবেন। শিল্প ও ব্যক্তিজীবনে এই স্বাধীনতার অঙ্গীকার লেখকের নান্দনিক অভিপ্রায় সঞ্জাত। বর্তমান, তিরক‚টে বিশ্বে, সেখানেই লেখা লেখক ও মানবপ্রকৃতির উদ্ধারশ্লোক নিহিত। বন্দনা গীত, গদ্যে বা পদ্যে। এই বইয়ের নবপরিকল্পিত এবং নির্মিত চরিত্রে ও অবয়বে, আশা করি, লেখকের নান্দনিক অভিপ্রায়টি আগ্রহী পাঠকের গোচরীভ হওয়ার ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না।