ফ্ল্যাপে থেকে নেয়াঃ আর্নেস্তো চে গুয়েভারা এখন এমন এক নাম যার সঙ্গে নতুন করে কাউকে পরিচিতি করার খুব বেশি প্রয়োজন পড়ে না। ১৯২৮ সালের ১৪ জুন আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই অমর বিপ্লবী গোটা পৃথিবীকে ভাবতেন তাঁর স্বদেশ। যে কোনো প্রান্তের নিপীড়িত-নির্যাতিত মানুষকেই ভাবতেন নিজের স্বজন। তিনটি দেশের সমাজতান্ত্রিক বিপ্লবের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তাঁর আদর্শ ও কর্মে এখনো অনেকে অনুপ্রাণিত হন। স্বপ্ন দেখেন দিনবদলের, বৈষাম্যহীন সমাজের। চের জীবন ছিল নাটকের চেয়েও নাটকীয়, কল্পনার চেয়েও রঙিন। মাত্র ৩৯ বছরের যে জীবন তিনি পেয়েছিলেন, সে-জীবনেই পৃথিবী রাজনীতিতে রেখেছেন অনবদ্য অবদান। তাঁর মহান আত্নত্যাগ শুধু লাতিন আমেরিকায় নয়, সারা বিশ্বেই মহত্ত্বের উৎস হয়ে দাঁড়িয়েছে। সেই ১৯৬৮ সাল থেকেই প্লাকার্ড-ফেস্টুনে আর লাল পতাকায় মিছিলের মুখ হয়ে আছে তিনি। বিশ্বজুড়ে চে এখন বিপ্লবের আরেক না। একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে চে আর বিপ্লব। চে গুয়েভারাকে নিয়ে বাজারে অনেক বই আছে। তাঁর নিজের লেখা বইও আছে, অনুবাদও আছে বাংলায়। কিন্তু এক মলাটের ভেতরে একনজরে পুরো চে সম্পর্কে জানার সুযোগ খুব একটা নেই। চে-ভক্তদের আগ্রহের কথা চিন্ত্রা করেই আমাদের এই প্রকাশনা। বর্ধিত দ্বিতীয় সংস্করণে লেখার সঙ্গে যুক্ত হয়েছে আরো অনেক দুর্লভ ছবি।
সূচিপত্র *বিপ্লবীর জীবনপঞ্জি *বিপ্লবের আরেক নাম চে *চের আদর্শ, চের সংগ্রাম *বলিভিয়া : অসমাপ্ত বিপ্লব *চের ‘বিদায়’ *বিপ্লবীর মৃত্যু নেই *সহায়ক গ্রন্থ ও পত্রিকা