কী আছে, বলা খুব মুশকিল। ধারণা করতে চাইলে এই উপন্যাসগুলি পড়ে ফেলাই শ্রেয়। কেবল এটুকু বলা যায় জীবনের বিবিধ উত্তেজক ও একঘয়ে বিষয়গুলি, যেমন প্রেম -রাজনীতি-যৌনতা-ইতিহাস-ক্রাইম-ব্যবসা এইসব চারদিক থেকে এসে চচ্চড়ি পাকিয়ে যেতে থাকে এই উপন্যাসগুলিতে। অথচ, কাহিনি তার নিজস্ব শিহরণে টানটান এগিয়ে যায়- এবং শেষ হয় যেখানে সেখানে আবার শুরু হতেই পারে পরের কাহিনির। মলয় রায়চৌধুরীর এই পর্বের সাহিত্য জীবনের বিভিন্ন বাঁক, যা আমরা ক্রমন্বয়ে প্রকাশ করে চলেছি , তাতে অভি নব সংযোজন হবে এই বই। মলয়ের লেখা আপনি পছন্দ করতে পারেন, অপছন্দও করতে পারেন, কিন্তু আপনার সুখের ইডেন অকস্মাৎ হাওয়া হয়ে গেল, এই অনাথবৎ অনুভূতির শিকার যদি না হতে চান, তো পড়ে ফেলুন।