This book examines the existing healthcare delivery system in Bangladesh and its outcome. The theoretical section focuses primarily on the importance of preventive care for the population of the world and specifically for a poor country like Bangladesh.
মঈনুল আহসান সাবের
মঈনুল আহসান সাবের ২৬ মে ১৯৫৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে ঢাকা শহরেই বসবাস করেন। তাঁর পৈত্রিক ভিটে বরিশালের পিরোজপুর হলেও সেখানে কখনও যাননি। লেখাপড়া করেছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাঁর বাবা আহসান হাবীব বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি। লেখালেখির শুরু গল্প লেখার মাধ্যমে। ছোটবেলায় ডাকটিকেট সংগ্রহ করতেন এবং বেড়াতে ভালোবাসেন; সময় ও পয়সা পেলেই স্ত্রী কেয়া ও দুই সন্তান দিব্য আর দীপ্রকে নিয়ে বেরিয়ে পড়েন।