কেবলমাত্র চারটি রং দিয়ে এঁকে ফেলা যায় অসম্পৃক্ত সমরঙের ভুবন। যৎসামান্য অনুভূতি ও আবেগসমূহের ঝুলি নিয়ে প্রতিটি মানুষ ভেসে বেড়ায় বিচ্ছিন্ন প্রাগৈতিহাসিক দ্বীপের মতো, হিমযুগ কিংবা তার অবসানের অপেক্ষায়। তেমনই সামান্য ক'টি চরিত্রের সামান্য জীবন ঘিরে আবর্তিত হয়েছে এই উপন্যাস। ছোটগল্পের মাধ্যমে ইন্দ্রাণীর পরিমিত ও গভীর লেখনীর সঙ্গে পাঠকের পরিচয় নতুন নয়। তাঁর প্রথম উপন্যাসে ইন্দ্রাণী সাজিয়ে তুলেছেন এক বৃহত্তর ক্যানভাসকে, যেখানে কলমে রচনা করা রংকে ছোঁয়া যায় আঙুলে আর চেনা পৃথিবীর মিস্টিক কুয়াশা ভেদ করে ছড়িয়ে পড়ে হিমযুগের নির্জন আলো।