

চেঞ্জ ইয়োর লাইফ ইন ৭ ডেজ
চেঞ্জ ইয়োর লাইফ ইন সেভেন ডেজ অনেক বিখ্যাত একটি বই। পল ম্যাকেনার লেখা বইটি লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে সারা বিশ্বজুড়ে। বাংলা অনুবাদের জন্য অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে। হাতে পেয়েই সাথে সাথে পড়ে ফেললাম। নিজের উপর নিয়ন্ত্রন আনার জন্য বইটি বেশ উপকারি হবে বলেই আমার মনে হয়েছে। ৭ দিনে কখনোই নিজের জীবন পরিবর্তন আনা সম্ভব নয়। তবে লেখক যেই টেকনিকগুলোর কথা বলেছেন সেই সব আয়ত্ত করতে পারলে যে কেউ উপকৃত হবে বলে আমার বিশ্বাস। সংগ্রহে রাখার মতো একটি আত্মোন্নয়নমূলক বই।
বইটি মুহূর্তে আমার জীবনে পরিবর্তন নিয়ে এসে। জীবনটা দুর্বল না করে সফল শক্তিশালী করে গড়ে তুলতেপারে সেই বিষয় গুলো সুন্দর করে দেয়া হয়েছে। বইটি পড়া উচিত সবার। বিশেষ করে তরুণ প্রজন্মের।
SIMILAR BOOKS
