করোনার কারণে বাড়িতে বসেই দিন কাটছিল ইহাম এবং আরিয়ার। দুই ভাই-বোন। তাদের বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত চাঁদবন। চাঁদবনের নাম আগে ছিল চাঁদবেনের বন। চাঁদবেনে মানে চাঁদ সওদাগর। শোনা যায়, একবার চাঁদ সওদাগর নাকি বিপদে পড়ে এই বনে কিছুদিনের জন্যে আশ্রয় নিয়েছিল।
সেই থেকে বনের নাম হয়ে যায় চাঁদবেনের বন। কিন্তু আস্তে আস্তে বেনে শব্দটি লোপ পেয়ে এর নাম হয়েছে চাঁদবন। বনের মধ্যে এসে গাছের উপর একটি বাড়ি দেখতে পায় দুজনে।
আগেও তারা বহুবার এখানে এসেছিল। তখন ট্রি-হাউজটি ছিল না। ট্রি-হাউজে ঢোকার পর দেখা গেল সেটি একটি লাইব্রেরি। নানান ধরনের বইয়ে ভর্তি। একটি বই নিয়ে পড়তে গিয়েই ঘটে অদ্ভুত ঘটনা। দুজনেই চলে যায় ৬৫ মিলিয়ন বছর আগের পৃথিবীতে। সেখানে একের পর এক ভয়াবহ ঘটনার মুখোমুখি হতে থাকে তারা।
মূলত কী ঘটেছিল ইহাম এবং আরিয়ার সাথে? অতীত থেকে বর্তমান সময়ে ফিরে আসেই বা কীভাবে? টানটান উত্তেজনায় ভরপুর কল্পনা, ফ্যান্টাসি, পুরাণ, ইতিহাসের মিশ্রণে লেখা ‘চাঁদবনের জাদুর বাড়ি’-তে সবাইকে স্বাগতম।