ফ্ল্যাপের কিছু কথাঃ প্রযুক্তির উৎকর্ষে নতুন ঢঙে সেজেছে বিশ্ব, এগিয়ে যাচ্ছে সামনে। আবার এই প্রযুক্তির সহায়তায় বেড়ে গেছে নারী উৎপীড়ন, নারী নির্যাতন। বর্তমান সময়ে প্রযুক্তির একটি বড় মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট- ফেসবুক। ফেসবুক, ই-মেইল, মুঠোফোনের ব্যবহার- অপব্যবহার নিয়ে গড়ে উঠেছে উপন্যাসটি । প্রাসঙ্গিক টানে উঠে এসেছে তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব, বন্ধুত্ব, শিক্ষাজীবন, পারিবারিক ও সামাজিক চিত্র। ভুল করে কিংবা কৌতূহলের বশে টিনএজার ও তরুণ-তরুণীরা জড়িয়ে যাচ্ছে সাইবার ক্রাইম, সামাজিক অপরাধ ও নৈতিক অবক্ষয়ের সঙ্গে। সর্বনাশ ঠেকাতে প্রয়োজন শক্ত পারিবারিক মায়ার বাঁধন, ব্যক্তিসচেতনতা, নৈতিক ও সামাজিক মূল্যবোধ। মূল্যবোধই ঠেকাতে পারে সন্তানের পতন, উজ্জ্বল করতে পারে শিক্ষাজীবন।
চেনা বন্ধুরাও হয়ে যায় অচেনা- চেনা পথ থেকে অনেকে চলে যায় অচেনা পথে। অচেনা পথের চিত্র ভয়াবহ। একবার ওই সর্বনাশা পথে নেমে গেলে ফিরে আসা কঠিন। পাতানো ফাঁদ ও বাঁকা পথের চিত্র দেখা যাবে উপন্যাসে- শব্দবিন্যাসের আড়ালে লুকিয়ে থাকা ঈর্ষা, প্রতিহিংসা, ক্রোধের প্রতিক্রিয়া ও আত্মশুদ্ধির মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ দেখতে পাবেন পাঠক। কুফল বাদ দিয়ে বিজ্ঞানের সুফল গ্রহণ করে তরুণ প্রজন্মকে এগোতে হবে আলোর দিকে ... গড়ে তুলতে হবে শিক্ষাজীবন, আলোকোজ্জ্বল ভবিষ্যৎ।
প্রফেশনাল ফিল্ড : বিশেষজ্ঞ মনােরােগ চিকিৎসক-মনঃশিক্ষাবিদ মনােরােগ ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ । সাইকিয়াট্রিস্ট ও সাইকোথেরাপিস্ট।
লেখালেখির বিষয় : গল্প, উপন্যাস, কলাম, কিশাের উপন্যাস, শিশুতােষ, বিজ্ঞান ও গবেষণা।
লেখক নাম : মােহিত কামাল।
সংগঠক : ভাইস প্রেসিডেন্ট, সাউথ এশিয়ান ফোরাম ফর মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রি (এসএএফ-বিসি)। জীবনসদস্য, বাংলা একাডেমী। প্রথম আলাের মাদকবিরােধী আন্দোলনের উপদেষ্টা পরিষদের সদস্য। প্রবাল কচি-কাঁচার মেলার সাবেক পরিচালক। বিএমএইচএর (ইউকে) সাবেক মহাসচিব। এক্কা’র (এসএমসি)। সাবেক মহাসচিব ও প্রেসিডেন্ট।
পুরস্কার/পদক : ময়মনসিংহ সংস্কৃতি পুরস্কার ১৪১৬-কথাশিল্পী। (চেনা বন্ধু অচেনা পথ '১০ বিদ্যাপ্রকাশ) সেরা ঔপন্যাসিক। বেগম রােকেয়া সম্মাননা পদক-শ্রেষ্ঠ। সাহিত্যিক ২০০৮ (সুখপাখি আগুনডানা, উড়ালমন), সাপ্তাহিক দি নর্থ বেঙ্গল এক্সপ্রেস-এর উদ্যোগে। স্বাধীনতা সংসদ নববর্ষ। পুরস্কার ১৪১৫-কথাসাহিত্য (সুখপাখি আগুনডানা, উড়ালমন)।
প্রফেশনাল ফিল্ডে বিশেষ কৃতিত্ব : ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসােসিয়েশন কর্তৃক আয়ােজিত জাপানে ১২তম ওয়ার্ল্ড কংগ্রেস অব সাইকিয়াট্রির ফেলােশিপ প্রােগ্রামে বিশ্বের প্রথম। সেরা ফেলাে হিসেবে কৃতিত্ব অর্জন।