মাহফুজুর রহমান কিশােরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরফরাদী গ্রামে জন্ম পিতা আলিম উদ্দিন আহমেদ এবং মাতা খােদেজা খাতুন। অধ্যয়নস্থল- পাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া পাইলট মডেল হাই স্কুল, ভৈরবের কে.বি. হাই স্কুল ও হাজী আসমত কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ফিলিপিন্স। স্কুলজীবন থেকে লেখালেখির শুরু। ছােটোবেলায় গল্প শুনতে শুনতে কল্পনায় ভেসে যেতেন দিগন্ত ছাড়িয়ে। বড়ােবেলায়ও নেশা দেশভ্রমণ। বাংলাদেশের সকল জেলা এবং দর্শনীয় স্থান ভ্রমণ করেছেন। ভ্রমণের রঙিন চশমা পরে ঘুরে বেড়িয়েছেন অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব মহাদেশ। আর সেসব স্মৃতিকেই পুঁজি করে লিখেছেন দেশ হতে দেশ দেশান্তরে, পাঁচ চিলতে ইউরােপ, উড়ে গেলাম ঘুরে এলাম, দেখা অদেখা মিয়ানমার, দুরবিনে। দূরদেশ, গুড মর্নিং ফিলিপিন্স এবং আরও। অনেকগুলাে বই। পুরস্কার : অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার, সুকুমার সাহিত্য সম্মাননা, আবু হাসান শাহীন স্মৃতি শিশুসাহিত্য পুরস্কার, ছােটোদের সেরা বই ২০১৪, চন্দ্রাবতী একাডেমি পুরস্কারসহ আরও কিছু সম্মাননা। স্ত্রী নাদিরা বেগম এবং তিন কন্যা-কীর্তি, অর্থী ও শ্রেয়াকে নিয়ে তাঁর ছিমছাম সংসার। কীর্তিসূত্রে বর্তমানে তার সংসারে যােগ দিয়েছে মিতুল ও সুহৃদ।
আনোয়ারুল ইসলাম
আনােয়ারুল ইসলাম কবি নন। স্রষ্টা, নিসর্গ, প্রেম, জন্ম, মৃত্যু, মন, অনুভূতি ইত্যাদি নিয়ে যে ভাবনাগুলাে জীবনের প্রতিটি পর্যায়ে অনুরণিত হয় ছন্দোবদ্ধ অবয়বে ডাইরি লিখার মতাে ব্যক্ত - করেছেন। কিছু অনুভূতির ডালি নিয়ে তার প্রথম বই ‘এক মুঠো মুক্ত নিঃশ্বাস ফেব্রুয়ারি ২০১৭, দ্বিতীয় বই ‘বেলাশেষের মিষ্টি রােদ নভেম্বর ২০১৭, তৃতীয় বই ‘সায়ন্তন পঙতিমালা এবং প্রথম ছড়ার বই ‘ঝিঙেফুলের ছড়া’ ফেব্রুয়ারি ২০১৮-তে ঝিঙেফুল থেকে প্রকাশিত হয়েছে।
তিনি ৭ই জুলাই, ১৯৪৩ সালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামে মাতুলালয় চৌধুরী বাড়ীতে জন্মগ্রহণ করেন। তার নিজ বাড়ি লৌহজং উপজেলার শিমুলিয়া গ্রামে। তার পিতা ইঞ্জিনিয়ার শেখ মােঃ নূরুল হক (১৯১৩-১৯৯৬) ঐ এলাকায় শিক্ষিত মুসলমানদের মধ্যে অন্যতম। মা মােসাম্মৎ রবেদা খাতুন (১৯১৯-১৯৯৭)।
তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বি, কম (অনার্স) এবং ১৯৬৫ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় হতে এম, কম পাস করেন। চাদপুর কলেজে এক বছর এবং জগন্নাথ কলেজে প্রায় দু বছর অধ্যাপনা করেন। ১৯৯৩ সালে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে নিরীক্ষা বিভাগের মহাব্যবস্থাপক থাকা অবস্থায় চাকুরিতে ইস্তফা দেন। এর আগে ও পরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি করেছেন। তার স্ত্রী সামিম আরা আহমেদ ইডেন মহিলা কলেজে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ছিলেন। একমাত্র সন্তান। আদনান ইসলাম এইচএসবিসি-তে ‘হেড অফ গ্লোবাল সার্ভিসেস’ পদে কর্মরত।