‘চাচা কাহিনী’ সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত গল্পগ্রন্থগুলোর প্রধানতম। প্রায় প্রতিটি গল্পই বিদেশের পটভূমিকায়, বিশেষ করে বার্লিন প্রবাসী বাঙালি তরুণ ছাত্র- যাদের মধ্যে তিনি নিজেও একজন তাদের নিয়েই রচিত। চাচা কাহিনী’র মতো এমন বিশুদ্ধ উপাদেয় আন্তর্জাতিক রসের পরিবেশন বাংলা ভাষায় আগে কখনো দেখা যায়নি বললেও অত্যুক্তি হবে না।
সৈয়দ মুজতবা আলী (১৩ সেপ্টেম্বর ১৯০৪ - ১১ ফেব্রুয়ারি ১৯৭৪) বিংশ শতকের একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক, যিনি আধুনিক বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা। তাঁর ভ্রমণকাহিনির জন্য তিনি বিশেষভাবে পরিচিত এবং তাঁর রচনায় পাণ্ডিত্য ও রম্যবোধের এক অনন্য সংমিশ্রণ রয়েছে। শান্তিনিকেতনে পড়ার সময় তিনি বিশ্বভারতী ম্যাগাজিনে লিখতেন। পরবর্তীতে ‘সত্যপীর’, ‘ওমর খৈয়াম’, ‘টেকচাঁদ’, ‘প্রিয়দর্শী’ প্রভৃতি ছদ্মনামে বিভিন্ন পত্রিকায়, যেমন: দেশ, আনন্দবাজার, বসুমতী, সত্যযুগ, মোহাম্মদী ইত্যাদিতে কলাম লিখেছেন।