যেখানেই যান এই ক্রীড়া-সাংবাদিক, তাঁর পর্যটক মনটা কিছুতেই পিছু ছাড়ে না সারাক্ষণই ঘুর-ঘুর, ঘুর-ঘুর। কিছুদিন আগে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ। খেলা দেখা আর লেখার ফাঁকে ফাঁকে একটু বুঝি বেশিই আশকারা পেয়ে যায় সেই নাছোড়বান্দা মন। সাংবাদিকের কলমে উঠে আসে পর্যটকের ভাষ্য। ছোট ছোট লেখায় ক্যারিবীয় অঞ্চলের ইতিহাস, ভূগোল, ঐতিহ্য আর মানুষের খণ্ড খণ্ড চিত্র জীবন্ত হয়ে ওঠে। স্বাদু ভাষা আর অসামান্য রসবোধের গুণে একটানে পড়ে ফেলা যায়। সঙ্গে ও সংগ্রহে রাখার মতো বই।
উৎপল শুভ্র
জন্ম ২৫ পৌষ ১৩৭৩, নেত্রকোনায় মামাবাড়িতে । উৎপল শুভ্র ক্রীড়া সাংবাদিকতায় এসেছিলেন নিছকই শখে। সেই শখ কখন-কীভাবে পেশায় রূপ নিয়ে নিল, সেভাবে টেরই পাননি। ক্রীড়া সাংবাদিকতাকেই ধ্যানজ্ঞান। করে নিয়েছেন সেটিও যােলাে বছর হয়ে গেল। নেশাটাকেই পেশা করতে পেরে নিজেকে তিনি ভাগ্যবান বলেই মানেন। লেখালেখির মূল বিষয় ক্রিকেট হলেও বলতে গেলে সব খেলাতেই সমান আগ্রহ। এ কারণেই বিশ্বকাপ ক্রিকেট যেমন কভার করেছেন, তেমনি করেছেন বিশ্বকাপ ফুটবল এবং অলিম্পিক গেমসও। বর্তমানে প্রথম আলাে পত্রিকার ক্রীড়া সম্পাদক হিসেবে কর্মরত। ১৯৯৮ সাল থেকে ক্রিকেটের বাইবেল’খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের। বাংলাদেশ প্রতিনিধি।