একটা উদাহরণ দেই। কিছুদিন আগে বন্ধুরামিলে সিলেটে বেড়াতে গেছিলাম। জাস্ট কমলাপুর স্টেশনে গিয়ে একটা ট্রেনে চড়ে বসলাম। আর তিনদিন পর ঢাকায় ফিরলাম। রাতারগুল, বিছানা কান্দি, রাখাইন পল্লি, জাফলং সব ঘুরছি। খুবই সাকসেসফুল টুর হয়ে গেল। তাইনা?
আসলেই কি তাই? যাওয়ার এক মাস আগে থেকেই আমাদের প্লান করতে হইছিল। সবার ছুটি নেয়া। ব্যাগ গোছানো। ট্রেনের টিকিট কাটা। সিলেটে কোথায় উঠব সেই হোটেল বুক করা। কোথায় কোথায় ঘুরব তার স্টাডি করে লিস্ট করা। ওই যায়গাগুলোতে যাওয়ার জন্য ট্রান্সপোর্ট কিকি? এই কাজ গুলা ঢাকায় থাকতেই করাতে সাকসেসফুলি ট্যুর টা কমপ্লিট হয়েছে। কোনরকম সমস্যা ছাড়াই আনন্দে আনন্দে শেষ হয়েছে।
এই ছোট্ট একটা টুরের জন্য যদি এত প্লানিং দরকার হয় তাহলে এতবড় একটা লাইফ জার্নির জন্য কেমন প্লান করা দরকার চিন্তা কর।
বাবারা, এই যায়গাতেই আমাগো তরুনরা ধরা। জীবন চলছে তো চলছেই। কিসের প্লান।
বাবারা, প্রথমে ঠিক করতে হবে লাইফে কি করবা বা কি হবা। এরপর সেট কর কেমনে করবা। সে অনুযায়ী নিজেকে গড়ে তোল। সঠিক পরিকল্পনা নাও এই লক্ষ্যে পৌছার জন্যে। আর যদি লক্ষ্যই ঠিক না হয়ে থাকে তবে কোথায় যাবা তুমি শেষ পর্যন্ত?