ফ্ল্যাপের কিছু কথাঃ রবিনের ক্লাস ফ্রেন্ড সুচি।তার ব্রেনটিউমার ধরা পড়েছে। আগামী তিন মাসের মধ্যে তার মৃত্যু অনিবার্য। সুপার পাওয়ারের অধিকারী রবিন গ্রহানুকে ডাকে। গ্রহানু জানায়। এ অতিসুক্ষ্ম অপারেশনের ব্যাপার, পৃথিবী কোন ডাক্তার সুচি মাথায় সফল অপারেশন করতে পারবে না। পৃথিবীর ডাক্তারেরা অপারেশন করলে লাখে একটা সফল অপারেশন হয়। গ্রহানুর গ্রহের ডাক্তারেরা অপারেশন করলে এক লাখে একটা বিফল হয়। সুচিকে গ্রহানুর গ্রহে নেয়া সম্ভব নয়। সেখান থেকে ডাক্তার এনে এখানে অপারেশন করার অনুমতি পায়না গ্রহানু। সুচিকে বাঁচাতেই হবে। রবিন মহা চিন্তায় পড়ে, রবিনের বাবার পুরনো শত্রু রবিনকে অপহরণ করে নিয়ে যায়, তার আবার কাছে অনেক টাকা দাবী করে, রবিনকে পাহাড়ের চূড়ায় গাছের সাথে বেধেঁ রাখে। সুপার পাওয়ারধারী রবিন কি পারবে নিজেকে মুক্ত করতে? সে কি পারবে ক্লাস ফ্রেন্ড সুচিকে বাঁচাতে......
পরিতোষ বাড়ৈ
পেশায় ইঞ্জিনিয়ার। নেশা লেখা। ছােটবেলা থেকেই সাহিত্যের দিকে ঝুঁকে পড়েন। মানুষকে নির্মল আনন্দ দেয়াই লেখার উদ্দেশ্য। সমাজ সংস্কার, লেখার অঙ্গীকার, আলােকিত সমাজ, লেখার স্বপ্ন সাহিত্যের প্রায় সকল শাখাতেই তার বিচরণ । নিরন্তর লিখে চলছেন গান, কবিতা, নাটক। লেখালেখির জন্য পেয়েছেন অনেক পুরস্কার । সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য পুরস্কার, মাদারীপুর; নজরুল সাহিত্য সম্মাননা, ঢাকা; মরমী কণ্ঠশিল্পী আব্দুল আলীম স্মৃতি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ লােকগীতি শিল্পীগােষ্ঠি, ঢাকা; মানবাধিকার সম্মাননা পদক, ঢাকা; নির্ভিক সংবাদ স্বর্নপদক, ঢাকা ।