ফ্ল্যাপের কিছু কথাঃ অনুপম কথাশিল্পী ঝর্ণা দাশ পুরকায়স্থের ‘ক্যাপুচিনো’ বইটিতে রয়েছে দশটি পাঁচমিশেলী গল্প। বিভিন্ন স্বাদের গল্পগুলো পড়ে পাঠকরা অনুভব করতে পারবেন- ছোটগল্পে তিনি কত স্বচ্ছন্দ। উচ্চবিত্ত-মধ্যবিত্ত-নিম্নবিত্ত ও ভূমিহীন সমাজের মানুষদের নিয়ে লেখা পাঠকপ্রিয় গল্পগুলোই গ্রথিত হয়েছে এ সংকলনে।
মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, হতাশা-গ্লানি গল্পগুলোর শরীরে বয়ে গেছে সহজ সাবলীলতায়। শুধু তাই নয়- ভাসা ও সংলাপের স্বচ্ছমুকুরে ধরা পড়েছে মানুষের বিচিত্র- জীবন যাপন।দৈনন্দিন জীবনে টানাপোড়েন, নতুন প্রজন্মের মনোবেদনা, মেয়ে জনমের বেদনাদীর্ণ হাহাকার, আধুনিক জীবনের যন্ত্রণা, জীবনের ক্লেদ ও গ্লানি নিখাঁদ প্রতিফলন ঘটেছে তাঁর গল্পে- যা শিল্পের নন্দনতত্ত্ব পেরিয়ে মানবিকতায় উচ্চকিত হয়েছে। ‘ক্যাপুচিনো’ গল্পগ্রন্থিটিতে আধুনিক জীবন ও চার পাশের পৃথিবী স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে প্রতিভাত হয়েছে। সামাজিক দায়বদ্ধতার দরুণ তার গল্পের পটভূমিতে ধরা পড়েছে চেনামহল। চেনা মানুষদের গল্প., আপনার গল্প-সবার গল্প।
ঝর্ণা দাশ পুরকায়স্থ
ঝর্ণা দাশ পুরকায়স্থ কথাসাহিত্যের অঙ্গনে ঝর্ণা দাশ পুরকায়স্থ পাঠক-নন্দিত একটি নাম। সাহিত্যের বিভিন্ন শাখা পরিচর্যা করে তিনি হয়েছেন পাঠকপ্রিয়। তিনি গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও শিশু-কিশােরতোেষ লেখক। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তিনি অনুমােদিত গীতিকার। ছােটদের লেখার পথপরিক্রমায় বিভাময় হয়ে উঠেছে তার শিশু-কিশােরতােষ সম্ভার। | ছােটদের গল্প নির্মাণে রয়েছে লেখিকার অনায়াস পটুত্ব। শুধু একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সময়ের ঘটনা নয়, পরবর্তী সময়ের ছবিও ফটিক-স্বচ্ছ করে লেখক তুলেছেন ‘লালুর মুক্তিযুদ্ধ’ গল্প গ্রন্থটিতে। সহজ কথায় লাবণ্যময় করে ছােটদের গল্প বলা তিনি রপ্ত করেছেন সাবলীলভাবে-এটি লেখকের অনন্য বৈশিষ্ট্য। বইয়ের হৃদয়গ্রাহী দশটি গল্প ছােটদের মন কাড়ার মতাে। গল্পগুলাে থেকে ওরা মুক্তিযুদ্ধের বিষাদ-মধুর ঘটনা জানতে পারবে ও বুঝতে শিখবে। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ঝর্ণা দাশ পুরকায়স্থ কমর মুশতরী স্মৃতি পুরস্কার, এম নুরুল কাদের সাহিত্য পুরস্কার, অনন্যা সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সংবর্ধনায় ভূষিত হয়েছেন।