বিশ্ববিখ্যাত ব্রিটিশ লেখক জেফ্রি চসারের (জন্ম আনুমানিক ১৩৪৩-১৪০০ খ্রিস্টাব্দ) আলোড়ন সৃষ্টিকারী গল্পগাথা দ্য ক্যান্টারবেরি টেল্স-এর বাংলা বেতার নাট্যরূপ সৈয়দ শামসুল হক প্রণয়ন করেছিলেন বিবিসি বাংলার জন্য। তার ব্যক্তিগত গ্রন্থাগার প্রাপ্ত চারটি কাহিনিগাথা এখানে অন্তর্ভুক্ত হলো তবে ধারণা করা যায় বিবিসি বাংলায় সম্প্রচারের জন্য তিনি বেশ কিছু গাথা অনুবাদ করেছিলেন।
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) ছিলেন বিংশ শতাব্দীর শেষভাগের একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক, যিনি কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদসহ সাহিত্যের সব শাখায় অবদান রেখে সব্যসাচী লেখক হিসেবে পরিচিতি পান। তাঁর লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত ছিল। মাত্র ২৯ বছর বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন, যা তাঁকে এই পুরস্কারের সবচেয়ে কম বয়সী প্রাপক করে তোলে। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৮৪ সালে একুশে পদক এবং ২০০০ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।