ফ্ল্যাপের কিছু কথাঃ চাঁদে প্রথম মানুষ (FROM THE EARTH TO THE MOON) জুল ভার্নের লেখা এই চমকপ্রদ সায়েন্স ফিকশন প্রকাশিত হয় ১৮৬৫ সালে। এর কাহিনী আবর্তিত হয়েছে আমেরিকার গৃহযুদ্ধোত্তর গান ক্লাবের তিন সদস্য ঘিরে, যারা একটি বিশালকৃতির কামান তৈরী করে। এখান থেকে নিক্ষিপ্ত মহাকাশযানে চেপেই তারা চাঁদে পৌঁছে যায়। জুল ভার্নের কল্পনা সত্যি হয়ে উঠে ‘৯৬৭ সালে অ্যাপোলো ১১-এর অভিযানের মধ্য দিয়ে। দেখা গিয়েছিল জুল ভার্ন তার প্রজেক্টের জন্য ডলারে যে খরচ তৈরী করেছিলেন, একই পরিমান ব্যয় অ্যাপোলো ১১-র ক্ষেত্রেও হয়েছে। মহাকাশ জয় করার মধ্যে মানুষের যে অদম্য উৎসাহ সঞ্চরিত হয়েছিলো, তা জুল ভার্নের এ উপন্যাস পড়লেই বোঝা যায়।
জুল ভার্ন
জুল গাব্রিয়েল ভার্ন একজন ফরাসি লেখক ও অসামান্য সব বিজ্ঞান কল্পকাহিনী রচনার জন্য বিখ্যাত। উড়োজাহাজ, রকেট কিংবা সাবমেরিনের বাস্তবিক ও ব্যবহারিক প্রয়োগের অনেক পূর্বেই তিনি মহাকাশ ভ্রমণ ও সমুদ্রের তলদেশে ভ্রমণের কল্পকাহিনী লিখেছিলেন। পৃথিবীতে আগাথা ক্রিস্টির পরেই তাঁর লেখা সবচেয়ে বেশী বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।