সিএ অর্থ হলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা হিসাববিজ্ঞানী, যা সমাজে একটি বড় পেশা হিসেবে স্বীকৃত বা প্রতিষ্ঠিত। তাই এই সিএদের সম্পর্কে সমাজে জানার আগ্রহ সর্বজনবিদিত। সেই আগ্রহকে সামনে রেখে সিএ কী, কোথায় পড়তে হয়, কীভাবে পড়তে হয়, সিএ পড়তে কত টাকা লাগে, কতদিন লাগে, সিএ ফার্ম কী, সিএ ইনস্টিটিউট কী, সিএ পড়ার ভবিষ্যৎ কী, ক্যারিয়ার কেমন, বিদেশে যাওয়া যায় কি না ইত্যাদি বিস্তারিত তথ্যসহ সিএ পাস করার বিভিন্ন টেকনিক্যাল বিষয় ও মোটিভেশনাল প্রচুর টিপস রয়েছে বইটিতে।
এ ছাড়া বইটিতে স্থান পেয়েছে জীবনের বিভিন্ন চড়াই-উতরাই পার হয়ে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে সমাজ আলোকিত করা স্বনামধন্য কিছু সিএদের বাস্তব ঘটনা নিয়ে সিএ হয়ে ওঠাসহ তাদের সংক্ষিপ্ত জীবনী।
বইটিতে আরো রয়েছে বাণিজ্য বিভাগের অন্যান্য পেশাদার ডিগ্রি যেমন-সিএমএ, সিএস, এসিসিএ ও সিএফএ সম্পর্কে বিস্তারিত তথ্য ও আলোচনা। যা একজন শিক্ষার্থীর সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষ ভূমিকা পালন করবে।
মো: সিরাজুল ইসলাম (এফসিএ)
দক্ষিণ বাংলার সীমান্তে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোলে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার
আটুলিয়া গ্রামে মোঃ সিরাজুল ইসলাম এফসিএ ১৯৭৬ সালের ২০ আগষ্ট জন্মগ্রহন করেন।স্মৃৃতিময় দুরন্ত
শৈশব ও বর্ণময় কৈশোর কেটেছে তার চাঁদের আলোয় রুপালি ঝিলিক তোলা ছোট্ট নদী চুনার তীরের নির্জন
গ্রামে মনের আনন্দে খেলে, নদীতে সাঁতার কেটে, মাছ ধরে । কখনো বা চাঁদনি রাতে ধবধবে সাদা জোছনার
বুকে একাকী বসে থেকে,যেখানে পূর্নিমা রাতে আকাশ ভেঙ্গে নামা শুভ্র জোছনার প্লাবনে ভেসে যায় পল্লির
মাঠ ,ঘাঠ, অবারিত প্রান্তর । কখনো বা জোনাক জ্বলা আঁধার রাতে তারার অলোয় পথ চলে । তিনি ১৯৯২
সালে এস,এস.সি পাস করার পর লেখালেখির জগতে প্রবেশ করেন। তিনি ১৯৯৮ সালে হিসাব বিজ্ঞানে
স্নাতোকোত্তর ডিগ্রী লাভের পর ২০১১ সালে ঈযধৎঃবৎবফ অপপড়ঁহঃধহঃ হিসাবে ছঁধষরভরবফ হন এবং
২০১৬ সালে ঋঈঅ ডিগ্রী লাভ করেন । বর্তমানে পেশাদার ঋবষষড়ি ঈযধৎঃবৎবফ অপপড়ঁহঃধহঃ(ঋঈঅ)
হিসাবে কর্মরত ।
পুরস্কার ঃ অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদ কর্তৃক অতীশ দীপঙ্কর স্বর্ণপদক-২০১৯ পদকে ভূষিত হন। মহাতœা
গান্ধী গবেষণা পরিষদ কর্তৃক মহাতœা গান্ধী পিস অ্যাওয়ার্ড- ২০১৮ অর্জন করেন। ওমর সিরাজ জি কিউ
ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০১৮ লাভ করেন। রোহিঙ্গা জীবনের গল্প ‘‘সীমান্তের
ওপারে” উপন্যাসের জন্য অমর সাহিত্য সন্মাননা- ২০১৮ লাভ করেন । এ কাদের ফাউন্ডেশন কর্তৃক“ শিশির
ভেজা পথ” উপন্যাসের জন্য বিশেষ সাহিত্য পুরস্কার-২০১৭ এবং সাউথ আটুলিয়া চ্যারিটি ফাউন্ডেশন
কর্তৃক“ শিশির ভেজা পথ” উপন্যাসে এইড্স নিয়ে জনসচেতনতায় অবদান রাখার জন্য বিশেষ সাহিত্য
পুরস্কার-২০১৭ পদকে ভূষিত হন।