ফ্ল্যাপের কিছু কথাঃ পাওলো কোয়েলহোর বাই দ্য রিভার পিদরা আই সেট ডাউন এণ্ড উইপ্ট গ্রন্থটি প্রেম ও স্বপ্নের এক রুদ্ধশ্বাস কাহিনি। প্রেম শ্বাসত, অপারেজ, অনাবিল চির সবুজ। প্রেমের জয় হলো সেরা জয়। কোয়েলহোর বাই দ্য রিভার পিদরা উপন্যাসটিতে সেকম এক প্রেমিক যুগলের ভালোবাসার কথাই উঠে এসেছে। দীর্ঘদিন পর প্রেমিকা তার শৈশবের হারিয়ে যাওয়া বন্ধুটিকে খুঁজে পায়। তার আহ্বানে ছুটে যায় সে। কিন্তু বাস্তবতার মুখোমুখি হয়ে প্রেমিক যুগলের মধ্যে তৈরি হয় সংশয়ের টানাপোড়েন। এক সময় তার দুজনেই সব কিছু ছেড়ে ভালোবাসার কাছে নিজেকে সঁপে দেয় । প্রেমিক বন্ধুটি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হয়েও শেষ পর্যন্ত তার প্রেমিকার জন্য নিজের ক্ষমতাটুকু ত্যাগ করে। একজন সাধারণ মানুষ হয়ে সে ফিরে আসে তার প্রেমিকার কাছে। হারানো প্রেমকে খুঁজে পেয়ে তারা দুজনেই চলেযায় শৈশবের সেই পিদরা নদীর তীরে যেখানে তাদের জীবনের সেরা সময়গুলো কেটেছিল। বাই দ্য রিভার পিদরা প্রেম আর আধ্যাত্মিকতার অপূর্ব মিশ্রণে চমৎকার একটি উপন্যাস।
রাফিক হারিরি
রাফিক হারির জন্ম ঢাকার নয়াটোলায় ২৪ সেপ্টেম্বর ১৯৮০ পড়াশােনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আরবি ভাষাতত্ত্ব ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর । লেখালেখি করছেন এক যুগেরও বেশি সময় ধরে । লিখেছেন গল্প উপন্যাস, নাটক, অনুবাদ করেছেন বিশ্বসাহিত্যের আলােচিত গ্রন্থ সমূহ। গ্রন্থসংখ্যা চল্লিশের অধিক। কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৬ সালে পেয়েছেন কালি ও কলম তরুণ লেখক পুরস্কার।
পাওলো কোয়েলহো
বিশিষ্ট সাহিত্যিক পাওলাে কোয়েলহাের জন্ম ১৯৪৭ সালে, ব্রাজিলে। ছােটবেলা থেকে লেখক হবার স্বপ্ন থাকলেও, পরিবারের চাপে লেখালেখি চালিয়ে যেতে পারেননি কিশাের বয়সী কোয়েলহাে। তার প্রাথমিক জীবন কেটেছে ভবঘুরে হিসেবে; দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, মেক্সিকো আর ইউরােপে। ১৯৮২ সালে প্রকাশিত হয় তার প্রথম বই ‘হেল আর্কাইভস'। তবে পাঠকমহলে খুব একটা সাড়া ফেলতে পারেনি বইটি। কিন্তু ১৯৯৪ সালে ‘দ্য আলকেমিস্ট’ প্রকাশিত হবার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম ব্রাজিলিয়ান সাহিত্যকর্ম হিসেবে বেস্টসেলার তকমা অর্জন করে বইটি। এছাড়াও ব্রাইডা’, ‘বাই দ্য রিভার পিদ্ৰা আই স্যাট ডাউন অ্যান্ড ওয়েপ্ট’, ‘দ্য ফিফথ মাউন্টেন প্রভৃতি তার উলেখযােগ্য গ্রন্থ। বর্তমানে সপরিবারে ব্রাজিলে বসবাস করছেন।
Title :
বাই দ্য রিভার পিদরা আই সেট ডাউন এন্ড উইপ্ট