বাংলাদেশের তরুণ নাদিম যুগান্তকারী একটি আবিষ্কার করেছে। বিখ্যাত বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম তা পৌঁছে দিলেন স্টিফেন হকিংয়ের কাছে। কদিন পর অধ্যাপক ইসলাম চট্টগ্রামের একটি হাসপাতাল মারা গেলেন। তারপর হকিংয়ের অজান্তে এ আবিষ্কারের দখল নিয়ে ষড়যন্ত্র শুরু হলো করপোরেট দুনিয়ায়। শুরু হলো খুনোখুনি, রক্তপাত ...।
নাদিমের আবিষ্কার এবং করপোরেট এসপিওনাজ ও স্বার্থপরতা নিয়ে এ থ্রিলারে যে টান টান উত্তেজনা, তার ভেতরে আবর্তিত হচ্ছে দুটো প্রশ্ন : নাদিমের জীবন কি রক্ষা পাবে? তার আবিষ্কারটির কী হবে? এটি এক জটিল ‘ধাঁধা’।