সূচি শিক্ষক ও চিন্তানায়ক আসতে দাও শিক্ষাঙ্গনের পরিবেশ হুসেন ও বুদ্ধির মুক্তি আন্দোলন : পটভূমি ও উত্তরাধিকার জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি মনস্বিতার দীপ্তি তাঁর কালে ও কালান্তরে বুদ্ধির মুক্তি ও আবুল হুসেন রোকেয়া ও তাঁর জাগৃতি-সাধনা বিজ্ঞানচেতনা : কতিপয় সতর্কতা প্রিয় নায়িকা : আন্তিগোনে একজন সংস্কৃতি-যোদ্ধা ব্যবহারিক বাংলা শ্রদ্ধার্ঘ্য শ্রদ্ধাঞ্জলি দেশের কথা’র দেউস্কর লোককবি রমেশ শীল
মোরশেদ শফিউল হাসান
মোরশেদ শফিউল হাসান ১৯৫৩ সালের ২১ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের পলোগ্রাউন্ড রেলওয়ে স্কুল, কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম সরকারি কলেজে লেখাপড়া করেছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।