শুদ্ধ উচ্চারণ, সুন্দর উপস্থাপনা আর শানিত যুক্তির মেলবন্ধনে নির্মিত শিল্প বিতর্ক। আধুনিককালে যাকে বলা হয় Art of Argument. মানুষের মস্তিষ্কপ্রসূত মতামত, অন্যের মত মেনে না নেওয়ার প্রবণতা বা একগুঁয়েমির কারণে আদি থেকে আজ অব্দি ঘরে-বাইরে চলছে তর্ক। এই তর্কের সাথে যুক্তির যোগে তৈরি হয় 'বিতর্ক'। বাক ও বিতর্কের পার্থক্য কোথায়? সব তর্ক বিতর্ক নয় কেন? যুক্তি খণ্ডন করে কীভাবে পাল্টা যুক্তি দিতে হয়? ভাষার ব্যবহার, শরীরের ভারসাম্য, কণ্ঠের কারুকাজসহ বিতর্কের বিভিন্ন ধারা, ধরন ও প্রায়োগিক কৌশল নিয়ে ‘বিতর্কে হাতেখড়ি” ।