ছয়টি ছেলেমেয়ের বন্ধুত্বকে কেন্দ্র করে বৃষ্টিমহলের বিশাল প্রেক্ষাপটে উপস্থাপিত হয়েছে পারিবারিক টানাপোড়েন, সামাজিক বৈষম্য, দেশপ্রেম, মূল্যবোধের তারতম্য, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং গভীর জীবনবোধ!
আধুনিক বাংলা সাহিত্যে বৃষ্টিমহল নিঃসন্দেহে এক ব্যতিক্রমী সংযোজন। এর কাহিনী, বর্নণাভঙ্গী, জীবনদর্শন সমস্তই মৌলিক এবং অভিনব। প্রতিটি চরিত্রের সূক্ষ্মতর চিত্রণ এবং সম্পর্কের উথান পতন পাঠককে এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন করে তুলবে। অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ তে প্রকাশিত হয়েছিল 'বৃষ্টিমহল' প্রথম খন্ড। প্রথম খন্ডের আশাতীত সাফল্যের প্রায় দু বছর পর ২০২০ সালের নভেম্বরে প্রকাশিত হলো বৃষ্টিমহল দ্বিতীয় খন্ড। পাঠক গণের অধীর অপেক্ষা এবং ধৈর্য বিবেচনা সাপেক্ষে একুশে বইমেলার তিন মাস আগেই উপন্যাসটি আত্মপ্রকাশ করল।
বন্ধুদের আলাদা জায়গা থাকে। যে জায়গাটা উচ্ছ্বাসের, আনন্দের, নির্ভরতার এবং স্বস্তির। ওরা ছয়জন এই বিশেষ স্থানের নাম দিয়েছে বৃষ্টিমহল। শুধু নাম দিয়েই ক্ষান্ত হয় নি। একটা কাচ দেয়ালের মহল বানানোর স্বপ্নও দেখে ফেলেছে।যে মহলের চারিধার থাকবে আয়না দিয়ে ঘেরা। মহলের ওপরের কাচের আচ্ছাদনে আকাশ সর্বক্ষণ তার মুখখানি দেখতে পাবে। তারপর বর্ষাকালে যখন ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, মহলের গায়ে গায়ে বৃষ্টি তার ইচ্ছেমতন আলপনা আঁকবে আর মহলের বাসিন্দাদের মনে হবে ছাদটা আসলে কাচের নয়, আয়নার নয়, ছাদটা আসলে বৃষ্টির!
এই ছেলেমানুষি স্বপ্নের বাস্তবায়ন কখনও হবে কিনা তা ওরা জানে না, তবে এটুকু জানে যে ওদের প্রত্যেকের বুকের ভেতরে একটি করে বৃষ্টিমহল আছে। থাকবে ততদিন, যতদিন ছয়জনের এই বন্ধুত্ব অক্ষুণ্ণ থাকবে। ওরা চায় আজীবন এই বৃষ্টিমহলকে টিকিয়ে রাখতে। কিন্তু চলার পথে যদি কখনো কোন এক প্রলয়ংকরী কালঝড় তীব্র বেগে ছুটে এসে গুঁড়িয়ে দিতে চায় বৃষ্টিমহলকে, ছিনিয়ে নিতে চায় ওদের বন্ধুত্ব, তখন কী করবে বৃষ্টিমহলের বন্ধুরা? সেই ঝড়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে কি? সমস্ত বাধা বিপত্তি পায়ে ঠেলে শক্ত করে ধরতে পারবে কি একে অন্যের হাত? জীবন যুদ্ধে শেষ অবধি কে জিতবে? পরিবার? স্বার্থ? প্রেম? বিবেক? নাকি বন্ধুত্ব?
ওয়াসিকা নুযহাত
ওয়াসিকা নুযহাত। লেখালেখির সূত্রপাত খুব ছোটবেলায়|বন্দর নগরী চট্টগ্রাম পৈতৃক নিবাস হলেও ঢাকা শহরেই জন্ম। তার ব্যাতিক্রম ধর্মী আধুনিক ধারার উপন্যাস এর মাঝেই এ যুগের পাঠকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে| ২০১৬'র একুশে বইমেলায় প্রকাশ পায় তার প্রথম উপন্যাস 'খাঁচার ভিতর অচিন পাখি ' তার লেখা 'বৃষ্টিমহল' এবং 'মন সায়রের পাড়ে' এই দুটি উপন্যাস তরুণ পাঠক সমাজে সাড়া ফেলে দিয়েছে।লেখালেখিকে ভালোবাসেন নিজের সমস্তটা দিয়ে।আর এই ভালোবাসার কাজটিই করে যেতে চান আজীবন।