ছুটে চলা জীবনের প্রবাহমান ঢেউগুলো সবসময় যে সৈকতের নিরাপদ আশ্রয়ে এসে আছড়ে পড়বে, এমন কোনো কথা নেই। কখনো কখনো তারা হতবিহবল হয়ে পথ হারিয়ে ফেলে। কখনো গন্তব্যের খোঁজে পাড়ি জমায় দূর থেকে দূরান্তে। কখনো বিন্দু বিন্দু জলকণার সাথে যুক্ত হয় মানব মনের স্বপ্ন, আশা, আকাংক্ষা, কল্পনা কিংবা বাস্তব অভিজ্ঞতা।
‘ব্রেকিং নিউজ’ বইটিতে মানুষের জীবনযাপনের উত্থান-পতন, অনুভূতির বহিঃপ্রকাশ, ভিন্নতার স্বাদ; ছোট-বড়ো বিশটি গল্পের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তুতে আবদ্ধ না থেকে বরং সামাজিক, রোমান্টিক, হরর, মুক্তিযুদ্ধভিত্তিক ফ্যান্টাসি, মিস্ট্রি, ডিটেকটিভ থ্রিলার এবং কল্পবিজ্ঞান জনরার অবকাঠামোতে গল্পগুলো সাজানোর অভিপ্রায়ে বাস্তবতার সাথে স্বপ্নালু ভাবনার প্রলেপ মাখানো হয়েছে। করোনাকালীন কিছু আবেগের গল্পও এখানে সময়ের সাথে জায়গা করে নিয়েছে নিপুণ দক্ষতায়।
অনেকটা কল্পনা, কিন্তু সবটুকুই গল্প না- পাঠক মনে ঠিক এমন একটা পাঠানুভুতি সৃষ্টি করার মধ্য দিয়েই ‘ব্রেকিং নিউজ’ গল্পগ্রন্থটি রচিত।