ব্র্যান্ডিংয়ের অ আ ক খ (মার্কেটিয়ার, গবেষক ও শিক্ষকের অভিজ্ঞতায়) (হার্ডকভার)
বইটি পড়লাম, ভালো লেগেছে।
বর্তমান বিশ্বের সব ব্যবসার সাফল্য অনেকটাই ব্রান্ডিংয়ের উপর নির্ভরশী। ভালো ব্র্যান্ডিং এর দ্বারা খুব সহজে বিপনন বা ব্যবসার প্রসার করা যায়।যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন আমার মতে তাদের এই বইটি পরা উচিৎ। এই বইটি পড়লে আপনি কিছুটা হলেও উপক্রিত হবেন। যদি সব জানা যাবে এমন নয়।সালেহীন চৌধুরী প্রথম বই এইটি,প্রথম বই অনুযায়ী লেখার মান বেশ ভাল। পড়লে বুঝা যায় যে সে ভালো পর্যবেক্ষণ করেই বইটি লিখেছে।আমার বইটি পড়তে ভালো লেগেছ। আশা করি আগামীতে তার আরো কিছু ভালো বই পাবো আমর।
উদ্যোক্তা- এই টার্মটা এখন অনেক পপুলার। হাতে টাকা আছে, নতুন একটা ব্যবসায় খাটিয়ে হয়ে যাই উদ্যোক্তা। কিন্তু উদ্যোক্তা হওয়া কী এতোটাই সহজ? এতোটাই সহজ একটা ব্র্যান্ডকে ইন্ট্রোডিউস করানো? কীভাবে সে কোম্পানির সেলস জেনারেট হবে সে মডেল ডিজাইন করা, মার্কেটিং এর সাইকোলজি নিয়ে চিন্তা করা, কাস্টমার এনালাইসিস করা, এসবকিছুই ওতপ্রোতভাবে জড়িত একটি উদ্যোগের সাথে। এবারের বইমেলা উপলক্ষে এসব বিষয়কে প্রাধান্য দিয়েই দারুণ কিছু বই এসেছে। যেগুলো একসাথে করে রকমারি দিচ্ছে একটি দারুণ কালেকশন সংগ্রহে রাখার মতো। যারা ব্র্যান্ডিং, মার্কেটিং নিয়ে জানতে চান, যারা উদ্যোক্তা হতে চান বা হয়েছেন তারা সংগ্রহে রাখতে পারেন এই কালেকশনটি।
ব্র্যান্ডিংয়ের অ আ ক খ বইটি সময়োপযোগী অসাধারণ একটা বই। ব্যবসায় জড়িত আছে এমন বা ব্যবসা করতে চায় এমন মানুষের জন্য বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে ব্র্যান্ডিং করতে হবে কেন করবেন কিভাবে কোথায় করবেন তা বুঝানো হয়েছে বইটি যুবকদের জন্য। তাদের পড়ে দেখা উচিৎ।