বাউলমতের প্রচার -প্রসারের পথ কোনো কালেই সুগম ছিল না। জন্মলগ্ন থেকেই বাউলসম্প্রদায়কে প্রতিকূলতা- প্রতিবন্ধকতা-বৈরিতার মুখোমুখি হতে হয়েছে। সমাজের উচ্চবর্গের ভাগ্যবন্ত মানুষ ও শাস্ত্রবাহকের কাছ থেকে তাঁদের নিত্য লাঞ্ছনা -নিগ্রহ-অবজ্ঞা চিরকালই সইতে হয়েছে। উচ্চবর্ণ ও বর্গের মানুষের জাতিঘৃণা, সামাজিক-তাচ্ছিল্য, আর্থনৈতিক-শোষণ ও ধর্মীয় বঞ্চনার বিরুদ্ধে নিম্নবর্নের মানুষের দ্রোহ থেকেই বাউলের জন্ম।
ড. আবুল আহসান চৌধুরী
ডক্টর আবুল আহসান চৌধুরী সমাজমনস্ক ও ঐতিহ্যসন্ধানী লেখক। তার চর্চা ও গবেষণার বিষয় ফোকলাের, উনিশ শতকের
সমাজ ও সাহিত্য, সংবাদ-সাময়িকপত্র, আধুনিক সাহিত্য, আঞ্চলিক ইতিহাস ও সংগীত-সংস্কৃতি। লালন সাঁই, কাঙাল | হরিনাথ মজুমদার ও মীর মশাররফ হােসেন-বিষয়ক তার গবেষণা-কাজ দেশে-বিদেশে সমাদৃত। প্রকাশিত গ্রন্থের সংখ্যা
| প্রায় একশাে। জন্ম ১৩ জানুয়ারি ১৯৫৩, কুষ্টিয়ার মজমপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও | পিএইচডি। প্রায় চল্লিশ বছর অধ্যাপনা-পেশায় যুক্ত। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর (পিআরএল)।
উল্লেখযােগ্য সম্মাননা-স্বীকৃতি-পুরস্কার : লালন পুরস্কার | (পশ্চিমবঙ্গ রাজ্য লালন মেলা সমিতি, ২০০০), বঙ্গীয় সাহিত্য পরিষৎ পুরস্কার (কলকাতা, ২০০৮), গবেষণায় বাংলা একাডেমি
Title :
বাউল ধ্বংস ফৎওয়া ও অন্যান্য : ফ্যাক্সিমিলি এডিশন