বউভাগ্য আর লটারির টিকিট টিকিট কিন্তু এক না। ভাগ্য পরিবর্তনের জন্য এক বছর পর পর লটারির টিকিট কেনা যায়। স্বপ্ন দেখা যায়। কিন্তু বউভাগ্যের বেলার সেই স্বপ্ন, দুঃস্বপ্ন। তবে যাই বলুন না কেন, প্রায় সব পুরুষের ভাগ্য খোলে বউভাগ্যে। সেই সূত্রানুসারে, আমরা দাবি করতেই পারি, বউদের ভাগ্যও খোলে বরভাগ্যে। সৌভাগ্য না দূর্ভাগ্য- এটা অবশ্য চিন্তার বিষয়। তেমনি চিন্তার বিষয়- সৌভাগ্য আসলে থাকে কোথায়? বউভাগ্যে নাকি বরভাগ্যে? এ প্রশ্নের উত্তর না জানলেও বউভাগ্য আর বরভাগ্য একত্রে থাকার কাজটি আমরা করে দিলাম। সৌভাগ্য এবার যাবে কই?
পুনশ্চঃ বউভাগ্যের উল্টো দিকেই থাকে বরভাগ্য, আবার বরভাগ্যের উল্টো দিকেও থাকে বউভাগ্য। বিশ্বাস না হলে সত্যজিৎ বিশ্বাসের রম্য সংকলনের এই বইটি হাতে নিয়ে দেখুন।