প্রায়ই আমার একটা স্বপ্নের কথা বলি। বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও তাঁদের সন্তানদের নিয়ে অন্তত একটি করে বই প্রকাশ। হউক তা নিজের লেখা কিংবা সম্পাদিত। স্বপ্ন দেখা শুরু করেছিলাম গ্রন্থাকার হিসেবে আত্মপ্রকাশের যাত্রালগ্নে ২০১৬ সালে। ইতোমধ্যে বঙ্গবন্ধু ও মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনাকে নিয়ে একাধিক, বঙ্গমাতা ও শেখ কামালকে নিয়ে একটি করে বই প্রকাশিত হয়েছে। ‘বত্রিশের ছোট্ট রাসেল’ সেই স্বপ্ন পূরণে আরেক ধাপ এগিয়ে যাওয়া।
‘বত্রিশের ছোট্ট রাসেল’ হচ্ছে প্রবন্ধ সংকলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশিষ্ট লেখক, শিক্ষক, কবি, সাংবাদিক ও ছড়াকারের মোট ২৪টি লেখা এতে স্থান পেয়েছে। লেখাগুলো পড়লে পাঠক বিশেষ করে শিশু-কিশোররা শেখ রাসেল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অনুধাবন করতে পারবেন কেনইবা তাঁকে এগারো বছর বয়সে ঘাতকের বুলেটে জীবন দিতে হয়েছে। তাঁর জীবন থেকে অনেককিছুই নতুন প্রজন্মের শিক্ষনীয়ও রয়েছে। যা একজন শিশুকে পরিপূর্ণ মানবিক মানুষরূপে গড়ে উঠতে সহায়ক হবে।