শক্তিনাথ ঝা’র জন্ম ১৯৪১ সালে, ভারতের জলপাইগুড়িতে। মুর্শিদাবাদের কৃষ্ণনাথ কলেজে অধ্যাপনা করেছেন দীর্ঘকাল। বাউল-ফকিরদের নিয়ে, লালনকে নিয়ে, বাউল-ফকিরদের উপর অত্যাচার নিয়ে নানা গ্রন্থ রচনা করেছেন। লােকনাট্য, বিয়ের গান, শ্রমসঙ্গীত, মাদক নিয়েও লিখেছেন। লিখেছেন অন্য এক রাধা। করেছেন বাউল গানের বৃহৎ সংকলন। মুখ্যত, বাউল চর্যার অন্তরঙ্গ স্বরূপ পরিচয় একমাত্র তার রচনায় উদঘাটিত হয়েছে। বঙ্গের সাধক বাউলদের তিনি অন্তরঙ্গজন। বাউল-ফকির সঙ্রে সভাপতি। কথায় ও কর্মে তিনি লােকশিল্পীদের আত্মীয়ও বটে।