মানুষ অদ্ভুতভাবে তার নিজের সৃষ্টির প্রতি বেখেয়ালি হয়। অন্য সবকিছুর প্রতি তার টান থাকে। সেই টানটাও অদ্ভুত। একদম গলায় গলায় ভাবের এত টান। হয়তো-বা সহজে সৃষ্টি করা যায় বলে নিজের সৃষ্টিকে ধরে রাখার প্রয়াস বা আকাঙ্ক্ষা কোনোটাই সহজাত ইচ্ছা নয় মানুষের। বিষয়টা যেমন ময়রা তার মিষ্টি খেতে চায় না, ঠিক তেমনই। আমার ক্ষেত্রেও তাই। ‘বসন্ত প্রণয়’ উপন্যাসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বছর তিনেক আগের লেখা এই রোমান্টিক জনরার উপন্যাস কখনও প্রকাশ করব বলে আমি আন্তরিক তাড়া অনুভব করিনি। প্রকাশক যখন আগ্রহ দেখালেন আর এখন যখন বাংলাদেশ থেকে যোজন যোজন দূরে ইংল্যান্ডের মাটিতে বসে আছি, ঠিক তখনই অনুভব করলাম, লেখাটা আবদ্ধ না রেখে মানুষের কাছে ছেড়ে দিই। পাঠকের হাতে তুলে দিই। আশা করি, ‘বসন্ত প্রণয়’ পাঠে পাঠকেরা নিরাশ হবেন না।
মানুষ বইয়ের জন্য বাঁচুক।
মিদহাদ আহমদ
৫ অক্টোবর ২০২২
ইংল্যান্ড