ইহুদিজাতির সাথে মুসলিমজাতির ঐতিহাসিক সম্পর্ক আছে। তারাই ছিল পূর্ববর্তী মুসলিমজাতি। কিন্তু সবশেষে ঈসা আলাইহিস সালামের শরিয়তের সাথে শত্রুতা এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তকে অস্বীকৃতির মাধ্যমে তারাই হয়ে গেল বর্তমান মুসলিম উম্মাহর সবচেয়ে বড় শত্রু।
সুরা বাকারার ৬১ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন,_ "আর তাদের ওপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দরিদ্রতা এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হলো।" খুব সহজেই আমরা এই আয়াতটি পড়ে ফেলি। নিজেদের ব্যাপারে নিশ্চিত থাকি এই ভেবে যে, আয়াতটি তো ইহুদিদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। কিন্তু যদি বর্তমান অবস্থাকে সামগ্রিকভাবে পাঠ করা হয়, তাহলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে, বিদ্যমান বাস্তবতায় এই আয়াতের চিত্র শুধু ইহুদিদের ওপর নয়, মুসলিমজাতির ওপরও প্রয়োগ হয়। বর্তমানে পুরো পৃথিবীতে ইহুদিদের মোট সংখ্যা হলো ১৫ মিলিয়ন অর্থাৎ দেড় কোটি। আর মুসলমানদের সংখ্যা প্রায় ২০০ কোটি। মুসলমানরা ইহুদিদের থেকে প্রায় ১০০ গুণ বেশি। তারপরেও জমিনের রাজনৈতিক সিংহাসন ইহুদিদের হাতে। আর মুসলিমরা আজ লাঞ্চিত ও অত্যাচারিত।
ইতিহাসের আলোকে মুসলিম উম্মাহর বর্তমান অবস্থা অনুধাবন করতে এই বইটি সংগ্রহে রাখতে পারেন।
ডা. ইসরার আহমেদ
Title :
বর্তমান মুসলিম উম্মাহ (ইতিহাসের আয়নায় ভবিষ্যতের দর্পণে) (পেপারব্যাক)