দৃশ্য ও অদৃশ্যর মায়াবাস্তবতায় রচিত এক নিবিড় রহস্যময়তা, তারই সঙ্গে যুক্ত হয়েছে বর্ণিল চিত্রকল্পের বিচিত্র বিভা... বৃষ্টির সঘন শব্দে ভেঙে আসে অনেক দিনের ছায়াপথ এবং সেসব বেদনা, যা দুয়েন্দে হয়ে উঠে আসে অন্তরীক্ষের অলিন্দে বিষুবরেখার ঘাটে অন্তঃসত্ত্বা চুম্বনে ছুটে চলে কেউ উল্কার বেশে বর্ষার দুয়েন্দে সেইসব জলজন্মঅগ্নিস্পর্শনীল প্রান্তরের ডাকহরকরা পৌঁছে দেবে কোনো ক্রান্তিকালের চিঠি...