ফ্ল্যাপের কিছু কথাঃ রাষ্ট্রক্ষমতার আনুকূল্যে বিত্ত-বৈভবে ফুলে-ফেঁপে ওঠার ঘটনা নতুন নয় বরং রাষ্ট্রব্যবস্থার ধারণা যখন থেকে এসেছে তখন থেকেই এ বিষবৃক্ষের জন্ম হয়েছে। বরপুত্র উপন্যাসের সময়কাল স্বাধীন বাংলাদেশের জন্মের পরের কয়েক দশক। এ সময়ে অনেকেই রাষ্ট্রক্ষমতাকে পুঁজি করে কিংবা রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে অঢেল বিত্ত-বৈভবের মালিক হয়েছে। এ উপন্যাসের মূল চরিত্র মোহন তাদেরই একজন। মোহন আমাদের দেখা অসংখ্য দুর্নীতিবাজ-দালাল-চাটুকার শ্রেণীর একজন। মঞ্জু সরকার মোহন চরিত্রটি নিয়ে যে গল্প ফেঁদেছেন তারই সার্থক রূপায়ণ বরপুত্র। বরপুত্রে চিত্রিত হয়েছে আমাদের সমকালীন জীভন, রাষ্ট্রব্যবস্থা, রাজনীতি, সমাজনীতিসহ আরও অনেক কিছু। বরপুত্র মূলত সমকালীন গল্প।