প্রসঙ্গত প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু মজার মজার ঘটনা থাকে। আর সে ঘটনা যখন বরণীয় ব্যক্তিদের জীবনে ঘটে, তখন তা ইতিহাসের অংশ হয়ে যায়। কারণ, সে সব ঘটনাতে প্রতিফলিত হয় একদিকে যেমন উক্ত ব্যক্তির মনন-চরিত্র, অন্যদিকে সমকালীন কিছু চিত্রপট। যেহেতু ঘটনাগুলো মজাদার, সেহেতু তা পাঠক বা শ্রোতার কাছে বেশ চিত্তাকর্ষক ও আকর্ষণীয় হয়। এসব ঘটনার মাধ্যমে ওইসব ব্যক্তিদের সম্পর্কে ধারণা ও সম্যক পরিচিতি লাভ সহজতর হয়। লিখিতভাবে এমন ঘটনা উপস্থাপিত হলে পাঠকের লাভ হয় দু’দিক থেকে। এক-বরেণ্য ব্যক্তিদের ব্যক্তিত্ব পরিচিতি; দুই-মনোমুগ্ধকর রম্য ঘটনা পাঠ। দশজন বরণীয় ব্যক্তি জীবনের কিছু কিছু মজার ঘটনার উপস্থাপনায় রচিত হয়েছে ‘বরণীয় মানুষদের মানুষদের মজার মজার ঘটনাবলী’ গ্রন্থটি। প্রতিটি ঘটনা সত্যিই মজাদার। পাঠ্য শুরুতে যে কোনো পাঠকেরই প্রচণ্ড আকর্ষণ সৃষ্টি হবে। বিশেষ করে শিশু-কিশোররা তাদের প্রিয় এসব মানুষদের সম্পর্কে বর্ণিত ঘটনাগুলো পড়ে খুব মজা পাবে। আরও পড়তে চাইবে। প্রিয় মানুষ সম্পর্কে আরও অধিকতর জানার আগ্রহী হবে-এ ব্যাপারে আমি নিশ্চিত। -আ.শ.ম বাবর আলী
সূচীপত্র রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ পল্লীকবি জসীম উদ্দীন আব্বাসউদ্দীন আহমদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেরেবাংলা এ.কে. ফজলুল হক মওলানা ভাসানী সৈয়দ মুজতবা আলী