তাজউদ্দিন আহমদ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি সমুজ্জল নাম। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের দায়িত্ব সাফল্যের সাথে পালন করেন। একজন সৎ ও মেধাবী রাজনীতিবিদ হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।
মুক্তিযুদ্ধকালিন সরকারের প্রধান হিসেবে সব দায়িত্ব সুচারুরূপে সামাল দিয়েছেন তাজউদ্দিন। মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর জন্য অস্ত্র সংগ্রহ ও মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন লাভের ক্ষেত্রে তিনিই সব ধরনের ভূমিকা পালন করেন।
এই গ্রন্থটিতে কিশোরদের উপযোগী করে তাজউদ্দিন আহমদের জীবনী বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে
আহমদ মতিউর রহমান
আহমদ মতিউর রহমান কবি-ছড়াকার-প্রাবন্ধিক হিসেবে পরিচিত। তবে ছােটগল্প ও ভ্রমণ কাহিনির ক্ষেত্রেও তার হাত অসামান্য। ভ্রমণ উপন্যাস নীলগিরি কক্সবাজার এর মধ্য দিয়ে তার নতুন প্রকাশ। তার লেখালেখির শুরু নারায়ণগঞ্জে স্কুল জীবন । থেকেই। জন্ম ১৯৫৯ সালের ৩১ জানুয়ারি মতলব, চাদপুরে। বেড়ে উঠেছেন মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্সসহ মাস্টার্স করেছেন। এরপর পেশা হিসেবে বেছে নিয়েছেন। সাংবাদিকতা। বাংলাদেশ টেলিভিশনের বার্তা বিভাগে কাজ করেছেন দুই যুগ। এছাড়া মাসিক ফুলকুঁড়ি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। প্রকাশিত গ্রন্থ : সােনারং বিকেলে (গল্প), গল্পগুলাে ভূতের (গল্প), প্রজাপতির রঙিন পাখা (ছড়া), ধিচিং লালের ছড়া (ছড়া), লাল লাল নীল নীল (ছড়া), সাংকেতিক চিহ্নগুলাে (কবিতা), বিশ্বকাপ ফুটবল ১৯৯০ (খেলাধুলা)। জীবনীগ্রন্থ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীম উদ্দীন, মহীয়সী বেগম রােকেয়া, শেরে বাংলা এ কে ফজলুল হক, হােসেন শহীদ সােহরাওয়ার্দী, জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্, বিজ্ঞানী সার আইজ্যাক নিউটন ও বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন।