ফ্ল্যাপের কিছু কথাঃ ইতিহাসের এক মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বৃটিশ সাম্রাজ্যবাদী শাসনে জন্ম নেয়া এ নবজাতক বায়োবৃদ্ধির সাথে সাথে তাঁর জ্ঞান, মেধা, সচেতনতা, দুর্দান্ত সাহস, মানুষের প্রতি গভীর মমত্ববোধ, দেশপ্রেম, আত্মত্যাগ এবং আপোষহীন লড়াইয়ের মধ্য দিয়ে পুরো বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। তিনি বাঙালির অর্থনৈতিক মক্তি এবং আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য এতই দৃঢ়চিত্ত এবং প্রতিজ্ঞবদ্ধ ছিলেন যে, পাকিস্তানি ২৩ বছরের শাসনামলে প্রায় ১৩ বছর ৯মাস কারাভোগ করেছেন কিন্তু বাঙালির অধিকারের প্রশ্নে কখনো আপোষ করেননি।মন্তিত্বের লোভ এবং ফাঁসির রজ্জু কোনটিই তাঁকে আদর্শ থেকে বিচুত্য করতে পারেনি।১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেও বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রিত্বের পদ গ্রহণ করেননি বাঙালির মুক্তিসনদ ৬ দফার সাথে আপোষ করে মৃত্যুভয়কে জয় করে বাঙালির স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করতে চেয়েছিলেন তিনি।পাকিস্তান হানাদার বাহিনীর হাতে গ্রেফতারের পূর্বে শেষ মুজিব ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।তাঁর আহ্বানে তাঁর নামেই আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলো এবং সে কারণেই দেশের মানুষে তাঁকে বঙ্গবন্ধু, জাতির জনক হিসেবে অভিষিক্ত করেছেন।বঙ্গবন্ধূ ও স্বাধীনতা এবং দুইটি শব্দ বাঙালি জাতির কাছে পরস্পর সামর্থক শব্দ।বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, স্বাধীনতা মানেই বঙ্গবন্ধু।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির আবহমানকালের সাংস্কৃতির ঐতিহ্য থেকে জন্ম নেয়া একজন মহাপুরুষ।তিনি তাঁর কৃতকর্ম ও আদর্শের জন্য বাঙালি জাতির ঐতিহাসিক এক গুরুত্বর্পূণ অধ্যায়কে অধিকার করে চিরস্মরণীয় হয়ে রয়েছেন।
আনু মাহ্মুদ
আনু মুহাম্মদ, জন্ম ২২শে সেপ্টেম্বর ১৯৫৬, নানাবাড়ী, জামালপুর। লেখাপড়া ঢাকায়। ১৯৮২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করছেন। ইন্টারনেট পত্রিকার এর সম্পাদক। বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য বিরোধী তাত্ত্বিক ও আন্দোলনের কর্মী। বর্তমানে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে আছে: বিশ্ব পুঁজিবাদ ও বাংলাদেশের অনুন্নয়ন; বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ও সমাজ; বাংলাদেশের উন্নয়ন সংকট এবং এনজিও মডেল; বাংলাদেশের কোটিপতি, মধ্যবিত্ত ও শ্রমিক; অনুন্নত দেশে সমাজতন্ত্র: সংগ্রাম ও অভিজ্ঞতা; ক্রান্তিকালীন বিশ্ব অর্থনীতি ও উন্নয়ন সাম্রাজ্য; পুঁজির আন্তর্জাতিকীকরণ ও অনুন্নত বিশ্ব; সমাজ, সময় ও মানুষের লড়াই; ধর্ম, রাষ্ট্র ও গণতান্ত্রিক আন্দোলন; বাংলাদেশের উন্নয়ন কি অসম্ভব?; কলম্বাসের আমেরিকা আবিষ্কার ও বহুজাতিক মানুষেরা; নারী, পুরুষ ও সমাজ; রাষ্ট্র ও রাজনীতি: বাংলাদেশের দুই দশক; বাংলাদেশের অর্থনীতির চালচিত্র; আতঙ্কের সমাজ সন্ত্রাসের অর্থনীতি; অর্থশাস্ত্রের মূলনীতি; বাংলাদেশের তেল-গ্যাস: কার সম্পদ কার বিপদ; বিশ্বায়নের বৈপরীত্য; বাংলাদেশের অর্থনীতির গতিমুখ; মানুষের সমাজ; উন্নয়নের রাজনীতি; বিপ্লবের স্বপ্নভূমি কিউবা; বিশ্বায়িত পুঁজিবাদে ল্যাটিন আমেরিকা; ফুলবাড়ী, কানসাট, গার্মেন্টস ২০০৬; কোথায় যাচ্ছে বাংলাদেশসহ অন্যান্য