প্রসঙ্গ কথা স্বাধীন বাংলাদেশের পথিকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে বাংলার মাটি ও মানুষের সাথে যেভঅবে মিশে আছেন তাতে বাঙালির হৃদপিন্ডের মানুষ বলে আখ্যায়িত করা বাতুলতা হবে না। স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর অমর কীর্তি। যতদিন বাংলার মানচিত্র থাকবে, যতদিন বাঙালির ইতিহাস থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন অমর-অবিনশ্বর। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য নাম। বাংলার স্বাধীনতা, ভাষা, সমাজ, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে একজন শ্রেষ্ঠ বাঙালিরূপে বঙ্গবন্ধু থাকবেন চিরজাগ্রত। লেখক তাঁর সামাজিক ও রাজনৈতিক গবেষণা কর্মের কিছু মতামত এবং বাস্তব দর্শনের ভিত্তিতে লেখা ‘বঙ্গবন্ধু ও বাঙালির দেশ’ গ্রন্থটি দেশ, রাষ্ট্র ও সমাজে সত্য ঘটনা প্রকাশে সহায়তা করবে। তার এই গ্রন্থের লেখাটি দৈনিক পত্রিকা ও স্মরণিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে গ্রন্তটি যেভাবে সহজ ও সাবলীল ভাষায় রচিত হয়েছে পাঠক সমাজ একটু দৈর্যসহকারে পাঠ করলে নিশ্চয়ই অনেক বিতর্ক থেকে মুক্ত হতে পারবে এবং বার বার পাঠে আগ্রহী হবে বলে আমার বিশ্বাস।
ডা. মজিবুর রহমান প্রফেসর ও মেজর (অব.)
কিছু কথা লেখক মোঃ শাহাবুদ্দিন মিয়া চাকুরির সাথে সাথে একজন গবেষক, সমাজ সংগঠক। চাকুরি জীবনে তিনি সমাজকর্মে জড়িত এবং রাজনৈতিক চলমান ধারার নিরব দর্শক। লেখকের এই ছোট্ট গ্রন্থটিতে লেখক বঙ্গবন্ধু ও বাংলাদেশের যে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেছেন তা এদেশের মানুষের কাছে সঠিক দিক নির্দেশনার কাজ করবে বলে মনে করি। ব্যক্তি মুজিব না থাকলেও তাঁর আদর্শ, চিন্তা, কর্ম শুধু বাংলার মানুষের কাছেই নয়, বিশ্বসমাজেও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে চালিকা শক্তিরূপে কাজ করবে। লেখকের এ লেখায় সামাজিক ও রাজনৈতিক গবেষণা কর্মের কিছু মতামত ও বাস্তব ঘটনা তুলে ধরতে সহায়তা করবে এবং দেশ, রাষ্ট্র ও সমাজে সত্য ঘটনা প্রকাশে মাইলফলক হয়ে থাকবে বলে আমার একান্ত ধারণা। আমি মনে করি রাজনৈতিক অঙ্গনে জ্ঞান পিপাসু পাঠকের চিন্তা-চেতনার সহায়ক ভূমিকা রাখতে পাবে এই গ্রন্থটিতে। সহজ ও সাবলীল ভাষায় লেখা রচিত গ্রন্থটি পাঠক সমাজে প্রিয়তা বাড়বে বলে আমার একান্ত বিশ্বাস।