বঙ্গবন্ধু হত্যাকাণ্ডরে পরে কাঁদতে কাঁদতে অন্নদা শঙ্কর রায় 'কাঁদো প্রিয় দেশ ' র্শীষক যে লেখাটি লিখেছেন তা ভারতের কোন পত্রিকাই তখন ছাপাতে রাজি হয়নি লেখাটি শেষ র্পযন্ত পশ্চিমবঙ্গর তৎকালীন মুখ্যমন্ত্রী সদ্ধর্থ শঙ্কর রায়রে মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী র্পযন্ত পৌঁছে লেখাটির ইংরেজি অনুবাদ পাঠ করে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অন্নদাশঙ্কর রায়কে যে চঠিি লিখেছিলেন তা পাঠকদের জন্য র্বতমান গ্রন্থে সংকলিত হয়েছে তাছাড়া এই সময় অন্নদাশঙ্কর রায়রে লেখা কবিতাটি 'যদকাল রবে পদ্মা মেঘনা
...' বছর ধরে বাংলাদশে আওয়ামী লীগের অন্যতম জনপ্রয়ি স্লোগান। যা এখনো সমানভাবে জনপ্রিয়। শুধু তাই নয় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সম্মুখে একমাত্র অন্নদাশঙ্কর রায়রে সেই কবতাটিই পাথরে খোদাই করে রাখা আছে এর র্অথ বঙ্গবন্ধু হত্যাকান্ডরে পরে তাঁকে নিয়ে অন্নদাশঙ্কর রায়রে চেয়ে আবগেময় ও গুরুত্বর্পূণ কবিতা বাংলা সাহিত্যে এখনো র্পযন্ত আর লেখা হুয়নি।
সালাম আজাদ
Title :
বঙ্গবন্ধু প্রসঙ্গে অন্নদাশঙ্ক রায় (হার্ডকভার)